শোক সংবাদ

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শামসুন্নাহার কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবদলের যুগ্ম-আহŸায়ক মাসুদ রানার মা, লালবাগ জামেয়া মাদরাসার সাবেক শিক্ষক মরহুম আলহাজ হাফেজ আবদুল কুদ্দসের স্ত্রী শামসুন্নাহার (৬৫) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃৎক্রিয়া বন্ধ হয়ে বুধবার দিবাগত রাতে তিনি মারা যান। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর মুরাদনগর উত্তরপাড়া বাইতুল ফালাহ্ জামে মসজিদ মাঠে জানাজা শেষে উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। প্যারলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেন মাসুদ রানা। মরহুমার মৃত্যুতে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। যাযাদি রিপোটর্ অলিউর রহমান নোয়াখালীর ডমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান (৬৫) ফেনীর উপশম হাসপাতালে বুধবার বিকাল ৪টা ৪০ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় নিজ বাড়ি সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউপির বাবুপুর শ্রীপুর গ্রামে বাড়ির দরজায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তিনি উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দীঘির্দন দায়িত্ব পালন করেছেন। সেনবাগ সংবাদদাতা সখিনা বেগম জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ও সচিব আ. মালেক সরকারের দাদি মোসা. সখিনা বেগম (১০৯) বৃহস্পতিবার ভোর ৫টায় গাজীপুর মহানগরীর পুবাইল মারুকা এলাকার নিজ বাড়িতে বাধর্ক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে এবং নাতি-নাতনি রেখে গেছেন। বাদ জোহর নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ গভীর শোক প্রকাশ করেছেন। গাজীপুর প্রতিনিধি