ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃতু্য

প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

যাযাদি রিপোর্ট
রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক দম্পতি মৃতু্য হয়েছে। নিহত স্বামীর নাম আব্দুল মজিদ, স্ত্রীর নাম তাসলিমা। বৃহস্পতিবার সকালে ভাটারার সাঈদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমাম রাজন বলেন, 'ভাটারা থানাধীন সাইদনগর এলাকার একটি ১০ তলা ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে স্বামী-স্ত্রী দু'জনেই ঘটনাস্থলে মৃতু্য হয়েছে বলে আমরা জানতে পারি। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।' তিনি জানান, আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।