শোক সংবাদ

প্রকাশ | ১৩ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
হাসিনা বেগম জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রের সেকশন অফিসার মো. হোসেন শহীদের মা হাসিনা বেগম (৬৮) বুধবার দুপুর পৌনে ১২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ৯টায় মাগুরার মোহাম্মদপুর থানার ইসলামপুর গ্রামে জানাজার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি শাহাদাত হোসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব ফাতেমা জাহান শিউলি ও শাহরাস্তি উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ব্যারিস্টার আবু সুফিয়ান মজুমদারের বাবা আলহাজ মো. শাহাদাত হোসেন মজুমদার (৭০) বুধবার সকাল ১০টায় ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার রাত সাড়ে ১০টায় উয়ারুক বাজার-সংলগ্ন রাঢ়া মসজিদে জানাজার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শাহরাস্তি (চঁাদপুর) সংবাদদাতা শাহারা বেগম ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক-বিষয়ক সম্পাদক সরদার আবদুল গণির মা শাহারা বেগম (৮৬) বুধবার রাত ১২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় পশ্চিম শোবনা জামে মসজিদ ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং ডুমুরিয়া উপজেলা আ’লীগের সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ এমপি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরউদ্দিন আল মাসুদ, মোকলেচুর রহমান বাবলু, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, অ্যাডভোকেট রবীন্দ্রনাথ মÐল, বিমল চন্দ্র বসাক প্রমুখ শোক প্রকাশ করেছেন। ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা