এসএসসির এক মাস কোচিং সেন্টার বন্ধ

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
শিক্ষামন্ত্রী দীপু মনি
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সাতদিন আগ থেকে শেষ পযর্ন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মাধ্যমিক পরীক্ষা সামনে রেখে রোববার সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। দীপু মনি বলেন, ‘এবার ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রæয়ারি পযর্ন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।’ প্রায় সব ধরনের পাবলিক পরীক্ষায় প্রশ্নফঁাসের অভিযোগের মধ্যে গত বছরও এসএসসির তিনদিন আগ থেকে পরীক্ষা শেষ না হওয়া পযর্ন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নিদের্শ দিয়েছিল সরকার। এ বছর চার হাজার ৯৬৪টি কেন্দ্রে ২৫ লাখ ৭৩ হাজার ৮৫১ জন শিক্ষাথীর্ মাধ্যমিক পযাের্য়র চ‚ড়ান্ত পরীক্ষায় অংশ নেবে। আগামী ২ ফেব্রæয়ারি থেকে ২৫ ফেব্রæয়ারি হবে তত্ত¡ীয় পরীক্ষা। আর ২৬ ফেব্রæয়ারি সংগীত বিষয়ের এবং ২৭ ফেব্রæয়ারি থেকে ১২ মাচের্র মধ্যে অন্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে। এবারও বহু নিবার্চনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাথীের্দর অবশ্যই পরীক্ষাকক্ষে নিধাির্রত আসনে বসতে হবে। অন্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর ছাড়াও জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।