সিনহার বিরুদ্ধে হুদার মামলার প্রতিবেদন পিছিয়েছে

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুনীির্তর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৬ ফেব্রæয়ারি ধাযর্ করেছে আদালত। রোববার মামলার তদন্ত কমর্কতার্ দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন। সাবেক বিএনপি নেতা নাজমুল হুদা গত বছরের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরদিন নথি ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন (জেনারেল রেকডির্ং /জিআর) শাখায় পাঠানো হয়। দুনীির্তর মামলা হওয়ায় পরে সেটি দুদকে পাঠানো হয়। প্রধান বিচারপতি থাকাকালে সিনহা ক্ষমতার অপব্যবহার করেছেন এবং খাস কামরায় ডেকে সোয়া তিন কোটি টাকা উৎকোচ দাবি করেছিলেন বলে মামলায় অভিযোগ করেছেন হুদা।