শোক সংবাদ

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আয়শা খাতুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলামের মা আয়শা খাতুন (৮২) রোববার সকাল ১০-৪৫টায় ঢাকার একটি হাসপাতালে বাধর্ক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাত ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ এশা জানাজার নামাজ শেষে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার যদুপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি দেল মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ ৯ নম্বর ওয়াডর্ সভাপতি মো. দেল মোল্লা (৬০) গত শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সন্ধ্যায় জানাজার নামাজ শেষে তাড়গ্রাম কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মাদ আবু কাওছার, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ আহŸায়ক আক্রামুজ্জামান, সদর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহসীন উদ্দিন সিকদার শোক প্রকাশ করেছেন। গোপালগঞ্জ প্রতিনিধি শাফাত উদ্দিন কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কুলাউড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ শাফাত উদ্দিন আহমদ (৮৮) শনিবার সন্ধ্যা ৬টায় পৌর শহরের উছলাপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীঘির্দন থেকে বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার দুপুর ২টায় কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে প্রথম এবং বিকাল ৩টায় ঘাগটিয়া গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা