২০১৮ সালে দেশে ১১ হাজার মানুষের আত্মহত্যা

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে এক হাজার বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে দেশে। ২০১৭ সালে সারা দেশে আত্মহত্যা করেছিল ১০ হাজার জন। ২০১৮ সালে এ সংখ্যা দঁাড়িয়েছে ১১ হাজারে। বাংলাদেশ পুলিশ এবং ইউনিসেফের জরিপে এ তথ্য পাওয় গেছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সেলিম চৌধুরী। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবে আত্মহত্যা প্রতিরোধবিষয়ক এক কমর্শালায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আত্মহত্যা থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। আত্মহত্যা বন্ধে এখনই পদক্ষেপ নেয়া জরুরি। কেনো এত আত্মহত্যার ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে উদ্যোগী হতে হবে। কমর্শালায় সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, সাতক্ষীরা জেলায় ২০১৮ সালে ২৭৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর আগে ২০১৭ সালে এই সংখ্যা ছিল ৩০৬। কমর্শালায় বক্তারা আরও বলেন, কেন এত আত্মহত্যার ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা দরকার। অভিভাবকের আচরণ, শিক্ষাব্যবস্থা, সামাজিক যোগাযোগমাধ্যম, লিঙ্গবৈষম্য, সামাজিক অবক্ষয় নাকি অন্য কিছু আত্মহত্যার কারণ তা খতিয়ে দেখতে হবে। কমর্শালায় আরও উপস্থিত ছিলেন তালা কলারোয়া আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক অনিন্দিতা রায়, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর আবদুল খালেক, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদসহ আরও অনেকে।