সাবেক দুই আইজিপির জামিন বহাল

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
শহুদুল হক আশরাফুল হুদা
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পুলিশের সাবেক দুই মহাপরিদশর্ক (আইজিপি) শহুদুল হক ও আশরাফুল হুদার জামিন বহাল রয়েছে। হাইকোটের্র দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অডার্র’ দিয়েছে চেম্বার আদালত। বুধবার চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এই আদেশ দেন। এর ফলে পুলিশের সাবেক ওই শীষর্ দুই কমর্কতাের্ক হাইকোটের্র দেয়া জামিন বহাল রইল ও তাদের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী আরশাদুর রউফ। ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা মামলায় দুই বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে হাইকোটের্ জামিন চান সাবেক ওই দুই কমর্কতার্। শুনানি নিয়ে হাইকোটর্ তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে ছয় মাসের অন্তবর্র্তীর্কালীন জামিন দেয়। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা গতকাল চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটনির্ জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটনির্ জেনারেল মাসুদ হাসান চৌধুরী। পুলিশের সাবেক দুই শীষর্ কমর্কতার্র পক্ষে ছিলেন আইনজীবী আরশাদুর রউফ। আদেশের বিষয়টি জানিয়ে আরশাদুর রউফ বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ জামিনযোগ্য। দুই বছরের সাজা হলেও ইতোমধ্যে তারা ১৪ মাস কারাভোগ করেছেন। এসব যুক্তিতে জামিন আবেদন করা হলে হাইকোটর্ ছয় মাসের অন্তবর্র্তীর্কালীন জামিন দিয়েছিল। একই সঙ্গে দুইজনের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশও স্থগিত করে। চেম্বার বিচারপতি ‘নো অডার্র’ দেয়ায় এখন হাইকোটের্র আদেশই বহাল রইল।