শোক সংবাদ

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সেকেন্দার আলী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খয়েরগুনি গ্রামের মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকালে জানাজার নামাজ শেষে তার লাশ রাষ্ট্রীয় মযার্দায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. দবিরুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী সাত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। নবাবগঞ্জ (দিনাজপুুর) সংবাদদাতা জুনাঈদ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জুনাঈদ উদ্দিন ঠাকুর ওরফে জুনু ঠাকুর (৯০) মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ঢাকা শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর জানাজার নামাজ শেয়ে রাষ্ট্রীয় মযার্দায় তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে উপজেলা নিবার্হী অফিসার এ এস এম মুসা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা ড. মো. শাহজাহান ঠাকুর প্রমুখ শোক প্রকাশ করেছেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা সুলতান মুন্সি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি জুলফিকার আমীন সোহেলের মামা সুলতান মুন্সি (৭৩) বুধবার বেলা ১১-২০ মিনিটে সবুজনগর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর জানাজার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা