হাবিপ্রবির ৪ ভুয়া শিক্ষাথীর্র সাজা

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

দিনাজপুর প্রতিনিধি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বদলি ভতির্ পরীক্ষা দিতে এসে আটক চার ভুয়া শিক্ষাথীর্র প্রত্যেককে ৪৫ দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, বুধবার ২০১৯ শিক্ষাবষের্র ¯œাতক পযাের্য়র প্রথম বষের্র ভতির্ পরীক্ষা চলাকালে তাদের আটকের পর পুলিশে সোপদর্ করে বিশ^বিদ্যালয় প্রশাসন। পরে তাদের মোবাইল কোটের্র ম্যাজিট্রেট মো. মোহছেন উদ্দিন ও সাথী দাসের কাছে উপস্থিত করা হলে তাদের এ সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন ঢাকার স্টামফোডর্ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বরিশালের উজিরপুর থানার কেসবকাঠি গ্রামের কেরামত আলী মিয়ার পুত্র মো. আরমান হাসান (২৬), টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্র বরিশালের উজিরপুর থানার কেসবকাঠি গ্রামের মো. আবু বকর সিদ্দিকের পুত্র মো. ফাইজুল হক (২৪), ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র চুয়াডাঙ্গা সদর থানার চুয়াডাঙ্গা গ্রামের মো. জাহাঙ্গীর আলমের পুত্র ইফতেখার আলাম (২০) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) ছাত্র কুমিল্লা সদর থানার বাগানবাড়ী গ্রামের বিমল রায়ের পুত্র শিশির রায় (২২)। এসব ভুয়া শিক্ষাথীর্রা বুধবার অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের এবং মঙ্গলবার অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের বদলি পরীক্ষা দিতে এসে আটক হয়। এদিকে ভতির্ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম শিক্ষক, শিক্ষাথীর্, ছাত্রলীগ, রোভার স্টাউটস, কমর্কতার্, কমর্চারী, পরীক্ষাথীর্, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলার অন্যান্য সংস্থা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, ২০১৯ শিক্ষাবষের্ ২০০৫ আসনের বিপরীতে ১ লাখ ১২ হাজার ১৯২ জন শিক্ষাথীর্ বিভিন্ন ইউনিটে ভতির্র জন্য আবেদন করে। আগামী কয়েক দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে ভতির্ পরীক্ষার ফলাফল জানানো হবে।