১২ বছর ধরে কবর খুঁড়ে যাচ্ছেন আলী আজগর

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
দীঘর্ ১২ বছর ধরে নিঃস্বাথর্ ভাবে কবর খঁূড়ে যাচ্ছেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপলদী পৌর কাউন্সিলর আলী আজগর। এ যাবত তার কবর খোঁড়ার সংখ্যা হলো ১৫০ টি। গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের আছমত আলীর ছেলে আজগর আলী। তিনি বিগত পৌর নিবার্চনে ৯ নং ওয়াডের্র কাউন্সিলর নিবাির্চত হয়েছেন। নিবাির্চত হয়েছেন ১ নং প্যানেল মেয়রও। কিন্তু তার পর ও তিনি কবর খোঁড়া থেকে বিরত নন। যখনই খবর আসে যে এলাকার কেউ মারা গেছেন, তখনই তিনি কবর খোঁড়ার যন্ত্র পাতি নিয়ে প্রস্তুত। নিজে থেকেই সহযোগীদেরকে ডেকে নিয়ে কবরস্থানে চলে যান কবর খোঁড়ার জন্য। আজগর আরী বলেন, ২০০৬ সন থেকে তিনি স্বেচ্ছায় কবর খোঁড়ার কাজটি করে যাচ্ছেন। এর জন্য তিনি কোন পারিশ্রমিক নেন না। পরকালে ছওয়াবের আশায় তিনি এ কাজটি করে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, যত দিন আল্লাহ তাকে শারীরিকভাবে সুস্থ রাখবেন তত দিন তিনি কবর খোঁড়ার কাজ থেকে বিরত থাকবেন না। এ জন্য তিনি সকলের দোয় চেয়েছেন।