আওয়ামী লীগের সমর্থন পেতে কাউন্সিলর প্রার্থীদের দৌড়ঝাঁপ

রাজশাহী সিটি নির্বাচন

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৩, ০০:০০

রাজশাহী অফিস
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হওয়ার পর শুরু হয়েছে কাউন্সিলর প্রার্থীদের দৌড়ঝাঁপ। গত শনিবার দলের হাইকমান্ড থেকে বর্তমান মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে নৌকার প্রার্থী ঘোষণা করা হয়। এর পর থেকেই কাউন্সিলর প্রার্থীরা মেয়রের কাছে ভিড় করতে শুরু করেছেন। অনেকেই ফুল হাতে ছুটে যাচ্ছেন খায়রুজ্জামান লিটনকে শুভেচ্ছা জানাতে। এছাড়াও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়েও খায়রুজ্জামান লিটনের সমর্থন পেতে দৌড়ঝাঁপ করছেন অনেকেই। দলীয় ব্যানারে কাউন্সিলর প্রার্থীদের নির্বাচন করার সুযোগ না থাকলেও আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে সুবিধা নিতে ৩০টি ওয়ার্ডের অন্তত ৬০ থেকে ৭০ জন নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন। এ বিষয়ে খায়রুজ্জামান লিটন বলেন, 'কাউন্সিলর প্রার্থীরা আসছেন শুভেচ্ছা বিনিময় করতে। তারা নিজেদের মতো করে নির্বাচন করবেন। এখানে দলীয় সিদ্ধান্তের কোনো বিষয় নেই। দল থেকে কাউকে সমর্থন দেওয়া হবে না।' এদিকে আসন্ন রাসিকের নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ফের আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলররা। সোমবার রাতে মেয়রের দপ্তরে এই শুভেচ্ছা জানান কাউন্সিলররা। এ সময় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি প্রমুখ। একাধিক সূত্রে জানা গেছে, রাসিকের ১ নম্বর ওয়ার্ড থেকে আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র-২ রজব আলী এবারও নির্বাচনে অংশ নেবেন। সেই সঙ্গে ওই ওয়ার্ড থেকে এবার আওয়ামী লীগের সমর্থন নিয়ে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন ব্যবসায়ী মখলেছুর রহমান। এর বাইরে আরও কয়েকজন নেতা আওয়ামী লীগের সমর্থন পেতে চেষ্টা করছেন। নগরীর ৩নং ওয়ার্ড থেকে এবার আওয়ামী লীগের সমর্থনে কাউন্সিলর পদে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন শামীম উদ্দিন, বর্তমান কাউন্সিলর কামাল হোসেন এবং সাবেক বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব। বছর কয়েক আগে হাবিব আওয়ামী লীগে যোগদান করেছেন। ৫নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর কামরুজ্জামান কামরু এবং সাবেক কাউন্সিলর হাসিমের ছেলে সুজন আওয়ামী লীগের সমর্থন পেতে চেষ্টা করছেন। নগরীর ১৫নং ওয়ার্ড থেকে বিএনপি নেতা আব্দুস সোবহান লিটন এবং যুবলীগ নেতা মোস্তাফিজর রহমান ও আদমান হোসেন এবার আওয়ামী লীগের সমর্থন পেতে চেষ্টা করছেন। নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেতে চেষ্টা করছেন মইফুল ইসলাম এবং বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দিন। এ বিষয়ে মোস্তাফিজুর রহমান পরশ বলেন, 'আমি এবার নির্বাচন করব। দলের নেতাকর্মীরা এবার আমাকে চাইছেন। তিনি বলেন, যারা সরকারবিরোধী তাদের কেউ কেউ আওয়ামী লীগের সমর্থন পেতে চেষ্টা করছেন। কিন্তু এবার আমরা সেটি হতে দেব না।' নগরীর ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কামাল হোসেন বলেন, 'এবারও নির্বাচন করব। দলের নেতাকর্মীরা চাইছেন আমি নির্বাচনে অংশ নিই। সেই হিসেবে সব প্রস্তুতি নিতে শুরু করেছি। মেয়র সাহেবের সঙ্গেও দেখা করেছি।' নগরীর ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আক্কাছ আলী বলেন, 'আমি কোনো দলের হয়ে নির্বাচনে অংশ নিতে চাই না। আমার এলাকার সাধারণ ভোটারদের সমর্থন নিয়ে আমি এগিয়ে যেতে চাই এবারও।'