মৃত্যুবাষির্কী

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বদিউল আলম বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট বদিউল আলম এর মৃত্যুবাষির্কী আজ। তিনি ১৯২৬ সালে চন্দনাইশ থানার ফতেহনগর গ্রামে শিকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অজর্ন করেন। তিনি মুক্তিযুদ্ধকালীন চট্রগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নিবাির্চত হন। তিনি ‘বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটিসহ বহু সামাজিক প্রতিষ্ঠানের আজীবন সদস্য ছিলেন। এছাড়া নিজ গ্রাম ফতেহনগরে ব্যক্তিগত উদ্যোগে একটি বালিকা উচ্চ বিদ্যালয়, একটি প্রাইমারি স্কুল ও একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ‘এডভোকেট বদিউল আলম স্মৃতি পরিষদ’ চন্দনাইশে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি