দেশে করোনা শনাক্ত আরও ১১৪ জনের
প্রকাশ | ৩১ মে ২০২৩, ০০:০০
যাযাদি ডেস্ক
দেশে করোনাভাইরাসে কারও মৃতু্যর খবর পাওয়া না গেলেও গত দুই দিন ধরে একশ'র ওপরই হচ্ছে শনাক্ত রোগীর সংখ্যা। মঙ্গলবারও শনাক্ত হয়েছেন ১১৪ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৮২৬টি নমুনা পরীক্ষা করে ওই ১১৪ জন নতুন রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার দাঁড়িয়েছে ৬.২৪ শতাংশ। আগের দিন যা ৫.১৩ শতাংশ ছিল।
দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ এর নিচে ছিল বেশ কয়েক মাস ধরে। মে মাসের মাঝামাঝি সময় থেকে তা আবার একটু একটু করে বাড়তে শুরু করে।
সোমবার এক দিনেই ১৫৯ জন কোভিড রোগী শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর, যা সাত মাসের সর্বোচ্চ।
মঙ্গলবারও একশ'র বেশি রোগী শনাক্তের খবর এলো।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৯ হাজার ২৪৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে অপরিবর্তিতই রয়েছে, ২৯ হাজার ৪৪৬ জন।
সবশেষ চলতি বছরের ২৮ মার্চ কোভিডে একজনের মৃতু্যর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত ৬৩ দিন কোভিডে আর কারও মৃতু্য হয়নি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৬ জন রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ২৪৯ জন।
মঙ্গলবার শনাক্ত রোগীদের ১০৮ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া সিলেটে দুইজন এবং নারায়ণগঞ্জ, জামালপুর, রাজশাহী, রংপুরে ১ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।