শ্রীপুরে বাবা-মা’র বিরোধে প্রাণ দিতে হলো শিশুকন্যাকে

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে স্ত্রী নাসরিন আক্তারের পরকীয়ার জেরে ছয় বছরের শিশুকন্যা মনিরা খাতুনকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে বাবা রফিকুল ইসলামের বিরুদ্ধে। রোববার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খÐ (মাস্টারবাড়ি) এলাকার ইয়াছিন হাজির বাড়ির ভাড়া ঘরের খাটের নিচে থাকা অ্যালুমিনিয়ামের পাতিলের ভেতর থেকে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে। অভিযুক্ত বাবাকে সোমবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) জাবেদুল ইসলাম জানান, ২০১২ সালে পারিবারিকভাবে নাসরিন আক্তার ও রফিকুল ইসলাম দম্পতির বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রী গাজীপুরের সালনা এলাকায় ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি নেয়। পরে স্ত্রী পরকীয়ায় জড়ালে তার সাথে সংসার করবে না বলে প্রায় দেড় বছর আগে স্বামীকে তালাক দেয়। স্বামী মেয়ের টানে ছয় মাস আগে আবার স্ত্রীর কাছে এলে তারা একসঙ্গে সংসার করতে থাকে। দুই মাস আগে ১ ডিসেম্বর শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খÐ (মাস্টারবাড়ি) এলাকার ইয়াছিন হাজির বাড়ির একটি রুম ভাড়া নেয়। সেখানে থেকে তারা স্থানীয় ডেনিমেক পোশাক কারখানায় চাকরি নেয়। এর মাঝে স্ত্রী নাসরিন তার মায়ের জমি বিক্রির কিছু টাকা পায়। এ নিয়ে শনিবার রাতে তাদের মাঝে ঝগড়া ও হাতাহাতি হয়। পরে সকালে স্ত্রী কারখানায় চলে গেলেও স্বামী রফিকুল অসুস্থতার কথা বলে কারখানায় যায়নি। মধ্যাহ্ন বিরতিতে দুপুরে স্ত্রী বাসায় এলে শিশুকন্যাসহ একসঙ্গে বসে তারা খাওয়াদাওয়া করে। পরে বিকাল ৫টায় কারখানা ছুটি শেষে বাসায় ফিরে মেয়েকে না পেয়ে বিভিন্ন জায়গায় খেঁাজাখুঁজি করতে থাকে। কোথাও না পেয়ে স্বামীর কাছে ফোন দিলে সে বলে, ‘আমরা অনেক দূরে চলে গেছি। আমাদেরকে আর পাবি না।’ পরে নাসরিন আক্তার নিজেই থানায় ফোন দিয়ে তার শিশুকন্যাকে খুঁজে পাচ্ছে না বলে জানায়। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে খাটের নিচে থাকা অ্যালুমিনিয়ামের পাতিলের ভেতর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে। তাদের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাপাত গ্রামে। ওসি জানান, সোমবার ভোরে অভিযুক্ত বাবাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শিশুর মা নাসরিন আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।