জামিন হয়নি লিটন হত্যার আসামি শামছুজ্জোহার

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
গাইবান্ধার সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার অভিযোগভুক্ত আসামি এ জে এম শামছুজ্জোহার জামিন মেলেনি হাইকোটের্। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের হাইকোটর্ বেঞ্চ বুধবার জামিন আবেদনটি কাযর্তালিকা থেকে বাদ দিয়েছে। আদালতে শামছুজ্জোহার পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটনির্ জেনারেল বশির উল্লাহ। আদেশের পর ডেপুটি অ্যাটনির্ জেনারেল সাংবাদিকদের বলেন, শামছুজ্জোহাকে জামিন না দিয়ে তার আবেদন আদালত কাযর্তালিকা থেকে বাদ দিয়েছে। গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় তার সুন্দরগঞ্জের বাড়িতে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। ঘটনার এক মাস ২১ দিন পর বগুড়া শহরের গরিব শাহ ক্লিনিক থেকে জাতীয় পাটির্র সাবেক সংসদ সদস্য আবদুল কাদের খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে এই মামলার তদন্ত কমর্কতার্ সুন্দরগঞ্জ থানার পরিদশর্ক (তদন্ত) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান ২০১৭ সালের ৩০ এপ্রিল সুন্দরগঞ্জ আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। কাদের খানসহ মোট আটজনকে আসামি করা হয় সেখানে। কাদের খান ছাড়া অন্য আসামিরা হলেন তার পিএস শামছুজ্জোহা, গাড়িচালক আবদুল হান্নান, ভাতিজা রাসেদুল ইসলাম ওরফে মেহেদী হাসান, আনোয়ারুল ইসলাম রানা, শাহীন মিয়া, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক চন্দন কুমার সরকার ও তার ভগ্নিপতি সুবল চন্দ্র রায়। এর মধ্যে চন্দন কুমার সরকার পলাতক রয়েছেন। ২০১৮ সালের ৮ এপ্রিল এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।