সুপ্রিমকোটর্ বার নিবার্চন আগামী ১৩-১৪ মাচর্

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
সুপ্রিমকোটর্ আইনজীবী সমিতির ২০১৯-২০২০ সেশনের নিবার্চন আগামী ১৩ ও ১৪ মাচর্ অনুষ্ঠিত হবে। নিবার্চনে প্রতিদ্ব›িদ্বতার জন্য ইতোমধ্যে প্রাথীর্ চূড়ান্ত করেছে সরকার সমথর্কদের সাদা প্যানেল। তবে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের তথা নীল প্যানেলের প্রাথীর্ এখনো চূড়ান্ত হয়নি। সুপ্রিমকোটর্ সূত্র জানায়, ২০ ফেব্রæয়ারি থেকে ৩ মাচর্ পযর্ন্ত মনোনয়নপত্র দাখিল এবং ৬ মাচর্ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ধাযর্ করা রয়েছে। ১৩ ও ১৪ মাচর্ দু’দিনব্যাপী ভোটগ্রহণ করা হবে। সুপ্রিমকোটর্ বারের সদস্য সংখ্যা হচ্ছে ৮ হাজার ৮৮। জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে আহŸায়ক করে ৭ সদস্যবিশিষ্ট একটি নিবার্চন সাব-কমিটি গঠন করা হয়েছে। কাযির্নবার্হী কমিটির মোট ১৪টি পদে এ নিবার্চন অনুষ্ঠিত হবে। নিবার্চনে অংশ নিতে সোমবার সুপ্রিমকোটর্ আইনজীবী সমিতিতে এক পরিচিতি সভায় প্যানেল চূড়ান্ত করেছে সাদা প্যানেল। সাদা প্যানেলের সভাপতি পদে সমিতির সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও সম্পাদক পদে বাংলাদেশ আইন সমিতির সাবেক সম্পাদক আইনজীবী আবদুন নুর দুলালের নাম ঘোষণা করা হয়।