ঈদযাত্রা : বাসের আগাম টিকিট বিক্রি শুরু

প্রকাশ | ১৩ জুন ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
কোরবানির ঈদ উপলক্ষে বিভিন্ন পরিবহণের বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সোমবার ঢাকার গাবতলী, কল্যাণপুর এবং আশপাশের কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়। তবে সায়েদাবাদ ও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসের অগ্রিম টিকিট বিক্রি এখনো শুরু হয়নি। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভংকর ঘোষ রাকেশ সংবাদমাধ্যমকে বলেন, '২৯ তারিখ ঈদের দিন হিসাব করে টিকিট বিক্রি শুরু হয়েছে। বাসের ঈদযাত্রা শুরু হবে ২২ জুন থেকে।' তিনি বলেন, 'আমাদের কাউন্টারগুলো থেকে টিকিট থাকা সাপেক্ষে টিকিট বিক্রি হচ্ছে। তবে ২৭ তারিখের টিকিটের চাহিদা বেশি দেখা যাচ্ছে। আজ (সোমবার) বৃষ্টির কারণে কাউন্টারগুলোয় ভিড় কম হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) কাউন্টারে টিকিট প্রত্যাশীদের ভিড় বেশি হবে।' মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম সংবাদমাধ্যমকে বলেন, 'আমাদের টার্মিনাল থেকে অ্যাডভান্সড টিকিট দেওয়া হয় না। তবে এখানকার উত্তরবঙ্গের দুই-একটি পরিবহণ ১৫ জুন থেকে টিকিট বিক্রি শুরু করবে।'