নিবার্চনকে চ্যালেঞ্জ করে বিএনপির ৭ প্রাথীর্র মামলা

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোটের্র হাইকোটর্ বিভাগে মামলা করেছেন বিএনপির ৭ প্রাথীর্। বুধবার রাতে বিএনপির ওই প্রাথীের্দর আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের পাঠানো মামলার বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। বিবরণী থেকে জানা যায়, ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রাথীর্ সাইফুল ইসলাম ফিরোজ ও টাঙ্গাইল-৭ আসনের প্রাথীর্ আবুল কালাম আজাদ সিদ্দিকী ১২ ফেব্রæয়ারি (মঙ্গলবার) মামলা করেছেন। তাদের মামলা নম্বর যথাক্রমে ০৫/১৯ ও ০৬/১৯। বরিশাল-১ আসনের বিএনপির প্রাথীর্ জহির উদ্দিন স্বপন, গাজীপুর-৪ আসনের প্রাথীর্ শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার-৩ আসনের নাসের রহমান, মুন্সীগঞ্জ-৩ আসনের আব্দুল হাই ও ভোলা-২ আসনের প্রাথীর্ মো. হাফিজ ইব্রাহিম মামলা করেছেন ১৩ ফেব্রæয়ারি (বুধবার)। তাদের মামলা নম্বর যথাক্রমে ০৯/১৯, ১০/১৯, ১১/১৯, ১২/১৯ ও ১৩/১৯। এছাড়া আজ তিনি অনেক প্রাথীর্ মামলা করতে পারেন। তার মধ্যে সম্ভাব্য কয়েকজন হলেন, মানিকগঞ্জ-২ আসনের বিএনপির প্রাথীর্ মঈনুল ইসলাম খান শান্ত, নরসিংদী-৫ আসনের ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম আজাদ, ঢাকা-৫ আসনের নবী উল্লাহ নবী ও ঢাকা-২ আসনের ইরফান ইবনে আমান অমি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার নয়াপল্টনে দলীয় কাযার্লয়ে দলের প্রায় ৫০টি জেলা থেকে আগত প্রাথীের্দর সঙ্গে স্কাইপেতে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে উপস্থিত একজন প্রাথীর্ নাম প্রকাশ না শতের্ ওই দিন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কথা শুনেছেন। আবার তিনিও কথা বলেছেন। মামলা করার সিদ্ধান্ত হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হতে আরও বৈঠক হবে।