৩৫ মামলায় যেসব অভিযোগ এনেছেন বিএনপি প্রাথীর্রা

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
একাদশ জাতীয় সংসদ নিবার্চনে ব্যবহৃত একটি ব্যালট পেপার
দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি একাদশ জাতীয় সংসদ নিবার্চনে বিপুলভাবে হেরে যাওয়ার পর দলের বেশকিছু প্রাথীর্ বিশেষ নিবার্চনী ট্রাইব্যুনালে মোট ৩৫ মামলা দায়ের করেছেন। বিএনপির একজন নেতা জানিয়েছেন, মামলার সংখ্যা আরও বাড়তে পারে। মামলাগুলো পরিচালনা করার জন্য বিএনপির পক্ষ থেকে আইনজীবীদের একটি প্যানেল গঠন করা হয়েছে। ঢাকার যেসব প্রাথীর্ মামলা দায়ের করেছেন, সেই মামলাগুলোর পরিচালনার দায়িত্ব পেয়েছেন আইনজীবী প্যানেলের সদস্য রুহুল কুদ্দুস কাজল। তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘প্রতিটি নিবার্চনী আসনে ক্ষমতাসীন দলের প্রাথীর্রা যে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে, সে সম্পকের্ কতগুলো সুনিদির্ষ্ট অভিযোগ যেগুলো আমরা আমাদের প্রাথীের্দর কাছে থেকে পেয়েছি, সেগুলো আমরা আদালতের দৃষ্টিতে এনেছি।’ উদাহরণ হিসেবে একটি মামলার অভিযোগের বিবরণ দিয়ে এই আইনজীবী বলেন, ঝিনাইদহ-৪ আসনে বিএনপি প্রাথীর্ অভিযোগ করেছেন, একটি কেন্দ্রে মোট ভোটার ২২৬২ জন। সেখানে ভোট পড়েছে ২২৫১টি। সেখানে ভোটার তালিকায় থাকা ২৫ জন এরই মধ্যে মারা গেলেও রিটানির্ং অফিসারের হিসেবে দেখা যায়, ভোটকেন্দ্রে উপস্থিত হননি ভোটার তালিকায় থাকা মাত্র ১১ জন ব্যক্তি। কাজল বলেন, ‘তাহলে ১৪ জন মৃত ব্যক্তি কি ভোট দিয়েছেন? তা নাহলে এই অংক তো মেলার কথা না। কে কবে মারা গেছে সেটা আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি।’ মৌলভীবাজারে প্রয়াত অথর্মন্ত্রী সাইফুর রহমান যে আসনে নিবার্চন করতেন, সেই আসনে বিএনপি প্রাথীর্ ছিলেন তার ছেলে। তিনিও মামলা করেছেন বলে জানান আইনজীবীরা। রুহুল কুদ্দুস কাজল বলেন, ওই আসনের বেশ ক’টি কেন্দ্রে ১০০ শতাংশ ভোট পড়েছে বলে দেখানো হয়েছে। ‘একটি কেন্দ্রে আওয়ামী লীগ প্রাথীর্ একাই সব ভোট পেয়েছেন। এটা অকল্পনীয়।’ আইনজীবীরা বলেন, নিবার্চনের আগের রাতে অধিকাংশ কেন্দ্রে ব্যালটবাক্স ভরে রাখা, নিবার্চনের দিন বিএনপির পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে বাধা, ভোটারদের ভয় দেখানো, প্রকাশ্যে ব্যালট পেপারে নৌকায় সিল মারতে বাধ্য করা ইত্যাদি নান অভিযোগ আনা হয়েছে মামলাগুলোয়। নিবার্চনের আগে বিএনপির সমথর্কদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দিয়ে প্রচারণায় বাধা দেয়া হয়েছেÑএমন অভিযোগও আনা হয়েছে বিএনপি প্রাথীের্দর দায়ের করা কোনো কোনো মামলায়। মামলাগুলো কাদের বিরুদ্ধে? যে ক’টি মামলা হয়েছে, সেগুলোর বাদী ওই নিদির্ষ্ট আসনের বিএনপি দলীয় প্রাথীর্। আর এসব মামলায় এক নম্বর বিবাদী করা হয়েছে সরকারদলীয় অথার্ৎ আওয়ামী লীগের নৌকা প্রতীকে নিবার্চন করে নিবাির্চত হওয়া প্রাথীের্ক। এছাড়া নিবার্চন কমিশনকেও অভিযুক্ত করা হয়েছে। রুহুল কুদ্দুস কাজল জানান, মামলায় উল্লেখ করা আসনগুলোর দায়িত্ব থাকা রিটানির্ং কমর্কতাের্দর নামও মামলায় প্রতিপক্ষ হিসেবে অন্তভুর্ক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘সাধারণভাবে বিভিন্ন সময়ে আমরা নিবার্চন কমিশন ও রিটানির্ং কমর্কতাের্দর কাছে অভিযোগ করে যে প্রতিকার পাইনি এবং নিবার্চন কমিশনের ওপর একটা ফ্রি-ফেয়ার নিবার্চন করার যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তারা পালন করতে পারেনিÑসেই কথাগুলো মামলার আজিের্ত তুলে ধরেছি।’ বিএনপি প্যানেলের আইনজীবী জানান, তারা নানা তথ্য-প্রমাণ ও কাগজপত্র সংগ্রহ করেছেন, যা আদালতে উপস্থাপন করা হবে। রয়েছে প্রচুর ভিডিও এবং দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত খবর। বিএনপির বক্তব্য গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নিবার্চনে অনিয়ম ও কারচুপির অভিযোগে মামলা করার ব্যাপারে আগেই বিএনপির দলীয় ফোরামে আলোচনা হয়েছে। ১৫ ফেব্রæয়ারির মধ্যে নিবার্চনী ট্রাইব্যুনালে মামলা করার বাধ্যবাধকতা ছিল বলে জানা গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, প্রতিটি জেলা থেকেই অন্তত একজন বিএনপি প্রাথীর্র এই মামলা করার কথা, তবে এই সংখ্যা একাধিকও হতে পারে। মামলা দায়েরের কারণ সম্পকের্ রিজভী বলেন, ‘একটা শান্তিপূণর্ গণতান্ত্রিক সংগ্রামের যে ধাপগুলো, এর সবগুলোই আমরা দেখতে চাই। এই মামলাও সেই সংগ্রামের একটা অংশ।’ তিনি আরও বলেন, ‘শেষ ভরসা হিসেবে উচ্চতর আদালতে গিয়ে আমরা দেখতে চাই, এখান থেকে আমরা কী ধরনের প্রতিকার পাই।’ ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে অবশ্য আগেই নিবার্চন নিয়ে ওঠা অভিযোগগুলো নাকচ করে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের একাধিক মন্ত্রী বলেছেন, নিজেদের ভুলের কারণেই বিএনপি নিবার্চনে পরাজিত হয়েছে। নিবার্চনে যে অল্প সংখ্যক অনিয়মের অভিযোগ ছিল, সেগুলোর বিষয়ে নিবার্চন কমিশন দ্রæতই ব্যবস্থা নিয়েছে বলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। নিবার্চন কমিশনের প্রতিক্রিয়া বিএনপির দায়ের করা মামলাগুলোর প্রতিক্রিয়ায় নিবার্চন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমদ বলেছেন, ‘যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে মামলা করতে পারেন। মহামান্য হাইকোটর্ যদি কোনো বিষয়ে আমাদের জবাব দিতে বলেন, তাদের আজির্র ভিত্তিতে আমরা জবাবটা দিয়ে দেবো।’ তিনি আরও বলেন, ‘তাদের তথ্য-প্রমাণ থাকুক। আমাদেরও তথ্য-প্রমাণ আছে।’ সচিব আবারও দাবি করেন, ৩০ ডিসেম্বরের নিবার্চন সুষ্ঠু হয়েছে। বিবিসি