ভালোবাসা দিবসকে প্রত্যাখ্যান করে সিঙ্গেল ডে ঘোষণা

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
ভালোবাসা দিবসকে প্রত্যাখ্যান করে সিঙ্গেল ডে ঘোষণা করেছে বাংলাদেশ সিঙ্গেল সংগ্রম পরিষদ। বৃহস্পতিবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে ‘সিঙ্গেল ছিলাম থাকব, যুগে যুগে লড়ব’ ¯েøাগানে পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে করা বিক্ষোভ থেকে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা। সিঙ্গেল সংগ্রাম পরিষদ যখন এ বিক্ষোভ করে তখন ঠিক তার পাশেই বটতলায় চলছিল ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠান। সিঙ্গেল সংগ্রাম পরিষদের নেতাকমীর্রা সেখানে জড়ো হয়ে মিছিল নিয়ে ক্যাম্পসে বেরিয়ে পড়েন। কলাভবন, টিএসসি, কাজর্ন হল ঘুরে তারা জড়ো হন রাজু ভাস্কযের্র পাদদেশে। সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি মাহিন মাহি ইমতু ঘোষণা দেন, ‘আজ থেকে ভালোবাসা দিবস নয়, ১৪ ফেব্রæয়ারি আমরা সিঙ্গেল ডে হিসেবে পালন করব। আমরা সব ধরনের অশ্লীল কমর্কাÐের বিরুদ্ধে। আমরা প্রেমের নামে প্রতারণা বন্ধ চাই। আগামী দিনে আমরা সারাদেশে কমিটি দিয়ে আন্দোলন গড়ে তুলব। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আব্দুর রহমান আবির বলেন, ‘আজকের এ বিক্ষোভ পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে। প্রেমের নামে বৈষম্য চলবে না।’ এ সময় পাশ থেকে পরিষদের ব্যানারে দঁাড়ানো অন্যরা ¯েøাগান দিতে থাকেন ‘একটা একটা ডাবল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, আমাদের সংগ্রাম চলছে, চলবেই।’