অপহরণ নাটকে ফেঁসে গেলেন অপহৃত নিজেই

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় নিজের করা নাটকে ফেঁসে গেলেন অপহৃত নিজেই। ঋণের টাকা পরিশোধ করতে নিজেই অপহরণ নাটক সাজিয়েছিলেন পোশাকশ্রমিক শাহাদাত হোসেন। আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে প্রকৃত রহস্য। শাহাদাত বগুড়ার শেরপুর থানার চরপাথালীয়া গ্রামের মিন্টু মÐলের ছেলে ও ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ইয়াং ওয়ান লি. পোশাক কারখানার শ্রমিক। শুক্রবার ভোরে তাকে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানার এসআই বিলায়েত হোসনে জানান, গত ১২ ফেব্রæয়ারি বিকালে কারখানার কাজ শেষে বাসায় না গিয়ে আত্মগোপনে চলে যান শাহাদাত। এরপর তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ রাখে। রাতে তার বাবার নম্বরে অন্য একজনকে দিয়ে ফোন করিয়ে অপহরণের কথা জানান। এরপর মুক্তিপণের জন্য তাদের কাছে এক লাখ টাকা দাবি করেন। এ ঘটনায় মিন্টু মÐল আশুলিয়া থানায় অভিযোগ করলে পুলিশ মুঠোফোনের কলের তালিকা ও অবস্থান চিহ্নিতের পর ১৫ ফেব্রæয়ারি ভোরে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে উদ্ধার করে। শাহাদাত মÐলকে জিজ্ঞাসাবাদে তিনি টাকার জন্য অপহরণের নাটক সাজানোর ঘটনা স্বীকার করেন। এ ঘটনায় শাহাদাতের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।