বিজিবির গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

রানীশংকৈল (ঠাকুরগঁাও) সংবাদদাতা
ঠাকুরগঁাওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজিবির গুলির ঘটনায় স্কুলছাত্র, শিক্ষকসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সচেতন রানীশংকৈলবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নওরোজ কাউসার কানন, সম্পাদক সোহেল রানা, সহসভাপতি আশরাফুল আলম, আনোয়ার হোসেন, ছাত্রনেতা তারেক আজিজ প্রমুখ। বক্তারা দোষী বিজিবি সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পুনরায় এ ধরনের ঘটনা যেন না ঘটে সেদিকে সংশ্লিষ্ট কতৃর্পক্ষের দৃষ্টি আকষর্ণ করেন। উল্লেখ্য, মঙ্গলবার গরু উদ্ধারকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘষের্ তিনজন নিহত ও প্রায় ১৬ জন আহত হন।