ঢাকার একাংশে ২৪ ঘণ্টার জন্য গ্যাস বন্ধ

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
গ্যাসের চুলা
যান্ত্রিক ত্রæটি মেরামতের জন্য ঢাকার আজিমপুর থেকে ধানমÐি হয়ে মিরপুর পযর্ন্ত এলাকায় বাসাবাড়ি ও সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শনিবার সকালে এই পরিস্থিতি শুরু হওয়ার পর আগামী ২৪ ঘণ্টা তা বিরাজ করবে বলে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাসের সঙ্গে কথা বলে জানা গেছে। মোহাম্মদপুর এলাকার এক বাসিন্দা বলেন, সকালে ঘুম থেকে উঠে চুলা জ্বালাতে গিয়ে দেখেন যে মিটমিট করে আগুন জ্বলছে। কিছুক্ষণ পর গ্যাস পুরোপুরি চলে যায়। এরপর ধানমÐি, আজিমপুর থেকেও অনেকে তাদের ঘরে গ্যাস না থাকার বিষয়টি জানান। একই কথা বলেন, মিরপুর এলাকার অনেক বাসিন্দা। চুলা না জ্বলায় এ সব এলাকার বাসিন্দাদের ছুটতে দেখা যায় রেস্তোরঁাগুলোতে। কিন্তু সেখানেও গ্যাস না থাকায় অনেককে খাবার না পেয়েই ফিরে আসতে হয়। দুপুরে যোগাযোগ করা হলে তিতাসের জনসংযোগ শাখার কমর্কতার্ গোলাম মোস্তফা জানান, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে পরবতীর্ ২৪ ঘণ্টার জন্য আশুলিয়া ও আমিনবাজার সিজিএস প্লান্ট থেকে তিতাসে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ‘এর প্রভাব পড়েছে ঢাকার কিছু কিছু এলাকায়। শিল্প, বাণিজ্যিক, আবাসিক কিংবা ক্যাপটিভ সব সংযোগে গ্যাসের চাপ কমে যেতে পারে।’ তিতাসের এক মোবাইল এসএসএসে জানানো হয়, মেরামত কাজ চলমান থাকার কারণে আশুলিয়া, সাভার, আমিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, শ্যামলী, রিংরোড, মনসুরাবাদ, কাদিরাবাদ, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমÐি, আজিমপুর, হাজারীবাগ ও এ সব এলাকার আশপাশের সংযোগে গ্যাস সরবরাহ বিঘিœত হতে পারে। বা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। ঢাকায় তিতাসের আবাসিক সংযোগ রয়েছে প্রায় ২৮ লাখ। এর বাইরে শিল্পে ও কলকারখানায় গ্যাস দেয় সরকারি সংস্থাটি।