আজ জরুরি বৈঠক ডেকেছে ঐক্যফ্রন্ট

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
একাদশ জাতীয় সংসদ নিবার্চনের ‘কারচুপি’ নিয়ে আগামী ২৪ ফেব্রæয়ারি আহ‚ত গণশুনানি কীভাবে সফল করা যাবে সে বিষয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি ও সমন্বয় কমিটি। আজ বিকাল ৪টায় গণফোরামের আরামবাগ অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে গণফোরামের আরামবাগ অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে স্টিয়ারিং কমিটির নেতা মোস্তফা মোহসীন মন্টু, সুব্রত চৌধুরী, আব্দুল মঈন খান, আ স ম আব্দুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডা. জাহেদ উর রহমানসহ সব নেতা উপস্থিত থাকবেন। তবে স্টিয়ারিং কমিটির মুখপাত্র বিএনপির মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দেশের বাইরে থাকায় তাদের বৈঠকে থাকার সম্ভাবনা কম। মিন্টু বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের পূবের্ঘাষিত কমর্সূচি একাদশ জাতীয় সংসদ নিবার্চনের ‘কারচুপি’ নিয়ে আগামী ২৪ ফেব্রæয়ারি আহ‚ত গণশুনানি কীভাবে সফল করা যাবে সে বিষয়ে আলোচনার জন্যই এ বৈঠক ডাকা হয়েছে।