করতোয়া নদীতে রাবার ড্যাম স্থাপনের দাবি

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ও পাশ্বর্বতীর্ রংপুরের পীরগঞ্জ মিঠাপুকুর তিন উপজেলা ঘেঁষে বয়ে গেছে করতোয়া নদী। খনন আর সংস্কারের অভাবে নদীর প্রবহমান স্তর অনেকটা কমে গেছে। বষার্ মৌসুমে বন্যার পানিতে নদীটি ভরে যায়। এর কারণে নদীর তীরসংলগ্ন শত শত বিঘা কৃষি জমির ফসল পানিতে নষ্ট হয়ে যায়। আবার বষার্ মৌসুম শেষে শুকনো মৌসুম এলে দুই ধারের কৃষি জমিগুলো আবাদের উপযোগী হয়ে ওঠে। উৎপাদনের সঙ্গে জড়িত থাকা কৃষকরা জানান, করতোয়া নদীতে ড. ওয়াজেদ মিয়া সেতুসংলগ্ন নদীতে রাবার ড্যাম স্থাপন করা হলে বষার্ মৌসুমের পানি ধরে রেখে ওই পানি দিয়ে শুকনো মৌসুমে রবি ফসল উৎপাদন করা সম্ভব হবে। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলার ২নং বিনোদনগর ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দীঘির্দনের দাবি ছিল করতোয়া নদীতে রাবার ড্যাম স্থাপনের। পানি উন্নয়ন বোডর্ দফায় দফায় ভাঙন রোধে তদন্ত করেছে। রাবার ড্যাম স্থাপন হলে কৃষি ফসল উৎপাদনে সুযোগ পাবে কৃষকরা। অপরদিকে ভাঙন রোধও কমে যাবে। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা কৃষি কমর্কতার্ আবু রেজা মো . আসাদুজ্জামান জানান, করতোয়া নদীতে রাবার ড্যাম স্থাপন করা হলে দিনাজপুরের নবাবগঞ্জসহ রংপুরের পীরগঞ্জ ও মিঠাপকুর উপজেলার শত শত ক্ষুদ্র প্রান্তিক শ্রেণির কৃষকরা উপকৃত হবে। তিনি জানান, বিষয়টি দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিককে জানানো হয়েছে। বিনোদনগর গ্রামের কৃষক মো. বাবুল মিয়া, মোজাহার আলী, আজিজার রহমান, আফজাল হোসেন প্রাণকৃষ্ণপুর গ্রামের রেজাউল করিম রাসেল আহমেদ তারা জানায়, করতোয়া নদীতে রাবার ড্যাম স্থাপন করার জন্য কতৃর্পক্ষ যেন ব্যবস্থা নেয়। এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার মো. মশিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, করতোয়া নদীতে রাবার ড্যাম স্থাপনের জন্য তিনিও কতৃর্পক্ষকে বিষয়টি জানাবেন।