সোনার বাংলা গড়তে শিক্ষকদের ভ‚মিকা অপরিসীম :কৃষিমন্ত্রী

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। ধনবাড়ী উপজেলাকে শিক্ষাবন্ধব আদশর্ উপজেলা গড়তে শিক্ষকদের আরো গুরুত্ব দেয়ার জন্য হুশিয়ারি দেন। টাঙ্গাইলের ধনবাড়ীতে শনিবার দুপুরে ধনবাড়ী উপজেলা পরিষদ হলরুমে শাইয়ান বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাইয়ান বৃত্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহŸায়ক ড. আছাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সহধমির্ণী শিরিন আখতার বানু, ধনবাড়ী উপজেলা নিবার্হী অফিসার আরিফা সিদ্দিকা, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ অন্য অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, ধনবাড়ী থানার তদন্ত ওসি হাসান মোস্তফা, ধনবাড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীব ভদ্র অপু, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, বলদী আটা মালতী আলুবীজ হিমাগারের ডিডি ড. এবিএম গোলাম মনছুর, বানিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ সকল আমন্ত্রিত অতিথি। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ধনবাড়ী কলেজিয়েট স্কুলের শিক্ষক সামস উদ্দিন লাকী এবং নিলুফা ইয়াছমীন। অনুষ্ঠানে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীর্ ও তাদের অভিভাবকসহ শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবগর্ অংশ নিয়ে অনুষ্ঠানটি সাফল্যমÐিত করেন।