ডাকসুর ভোট যেন জাতীয় নিবার্চনে মতো না হয় : সেলিম

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২০

যাযাদি রিপোটর্
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নিবার্চন যাতে একাদশ জাতীয় সংসদ নিবার্চনের মতো না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহŸান জানিয়েছেন সিপিবি সভাপতি মুহাজিদুল ইসলাম সেলিম, যিনি এক সময় ডাকসুর ভিপি ছিলেন। ডাকসু নিবার্চন সামনে রেখে শনিবার ছাত্র ইউনিয়নের এক মতবিনিময় সভায় সেলিম বলেন, ‘দেড় মাস আগে অবাধ, সুষ্ঠু নিবার্চনের নামে ভোট ডাকাতির যে সংসদ নিবার্চন হয়ে গেল, ডাকসু নিবার্চনে সে রকম কিছু করতে গেলে তার ফল হবে ভয়াবহ। ছাত্রসমাজ তার উপযুক্ত জবাব দেবে।’ ডাকসুকে গণতান্ত্রিক সব আন্দোলনের সূতিকাগার অভিহিত করেন ষাটের দশকে ছাত্র আন্দোলনে ভ‚মিকা রাখা মুজাহিদুল ইসলাম সেলিম। ‘তাই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ডাকসু নিবার্চনে সব গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে,’ বলে পরামশর্ দিয়েছেন তিনি। পুরানা পল্টনের কমরেড মনি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন ছাত্র সংগঠনটির সাবেক-বতর্মান নেতারা। ছাত্র ইউনিয়নের সভাপতি জি এম জিলানী শুভ বলেন, ‘ডাকসু নিবার্চনে দখলদার, স্বৈরাচারি অপশক্তিকে রুখে সাধারণ শিক্ষাথীের্দর জয় নিশ্চিত করতে আমরা প্রতিশ্রæতিবদ্ধ। সেই লক্ষ্যে সব প্রগতিশীল, গণতন্ত্রমনা ব্যক্তি, সংগঠনের সাহায্য-সহযোগিতা আমাদের দরকার। ডাকসু নিবার্চনের মাধ্যমেই গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’ ডাকসুর সম্ভাব্য প্রাথীর্ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ‘ডাকসু নিবার্চন শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চচার্র পাওয়ার হাউস। ডাকসু নিবার্চন হলে দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নিবার্চনের হিড়িক পড়বে। শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা হবে। ‘সেই ভয়ে সরকারসহ বিভিন্ন মহল ডাকসু নিবার্চনকে বানচাল করার পঁায়তারা করছে। কিন্তু এ নিবার্চনকে কোনোভাবেই বানচাল হতে দেয়া যাবে না। আর ডাকসু নিবার্চন বানচাল হলে তার দায় সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।’ মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন চাকসুর সাবেক ভিপি শামসুজ্জামান হীরা, রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের সাবেক ভিপি অনুপম রায়, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল হক, রুহিন হোসেন প্রিন্স, সাজ্জাদ জহির চন্দন, আসলাম খান, খান আসাদুজ্জামান মাসুম, মানবেন্দ্র দেবসহ অনেকে।