১১ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী আরও ২ জনের মৃতু্য

প্রকাশ | ০৭ জুলাই ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরও ২ জনের মৃতু্য হয়েছে। এ ছাড়া নতুন করে আরও ৬৬১ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে দেশে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়াল। জুলাই মাসের প্রথম ৬ দিনেই হাসপাতালে ভর্তি হলেন ৩ হাজারের বেশি ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে যে ৬৬?১ জন ভর্তি হয়েছেন তাদের মধ্যে ৪৩৩ জন ঢাকার এবং ২২৮ জন ঢাকার বাইরের। নতুন ভর্তি রোগীদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ১১৬ জনে। আর এ বছর ডেঙ্গুতে মৃতু্যর সংখ্যা বেড়ে ৬৪ জন হলো। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মারা যাওয়া দুই জনকে নিয়ে চলতি জুলাই মাসেই ১৭ জনের মৃতু্য হলো।