বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাজ্য :সিইসি

প্রকাশ | ২৮ আগস্ট ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য উলেস্নখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও আলাপচারিতার মধ্যে নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছিল। জানতে চেয়েছিলেন- আমাদের প্রস্তুতি কেমন। তবে, উনি আশাবাদী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে। রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। আলোচনায় গণমাধ্যমের ভূমিকা উঠে এসেছে জানিয়ে সিইসি বলেন, পর্যবেক্ষকের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন স্বচ্ছতার ওপর জোর দেবে বলে সারাহ কুককে জানিয়েছে। এ জন্য পর্যবেক্ষক এবং গণমাধ্যম বস্তুনিষ্ঠ সহায়তা করবে বলে কমিশন আশা করে। কারণ, নির্বাচনের দর্পণ গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রতিফলিত হয়। তিনি আরও বলেন, 'তিনি (সারাহ) বলেছিলেন, গণমাধ্যমের জন্য যে নীতিমালা হয়েছে, সেখানে পারমিশন (অনুমতি) নিয়ে যেতে হবে। আমরা বলেছি, পারমিশন বলে কিছু ছিল না। শেষ পর্যন্ত গণমাধ্যম থেকে যে দাবিটা আসছে, সেটা হলো মোটর সাইকেলের বিষয়। আমরা বলেছি, একটা কারণে এটা বাদ দিয়েছিলাম মোটর সাইকেলের অপব্যবহার হয় কি না। যারা মাসলম্যান (পেশিশক্তি ব্যবহারকারী) তারা মোটর সাইকেল ব্যবহারের সুযোগ নিয়ে সংকট তৈরি করেন কি না। একই সঙ্গে বলেছি, গণমাধ্যমের যে দাবি, সেটাও যৌক্তিক। মোটর সাইকেল ছাড়া তাদের নির্বাচনী কর্মকান্ড কাভার করা কষ্টসাধ্য হয়ে যাবে। সে জন্য আমরা বলেছি, এটা আমরা আন্ডার রিভিউ (বিবেচনাধীন) রেখেছি। সেটা আমরা এডিকুয়েটলি (যথাযথভাবে) পরিবর্তন করব।' অবাধ ও বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য পোলিং এজেন্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উলেস্নখ করেন সিইসি। তিনি মনে করেন, ভোটকেন্দ্রের ভেতরে বিশৃঙ্খলা এবং অপব্যবহার রোধে পোলিং এজেন্টদের সক্রিয় হতে হবে। তাদের সাহসী ভূমিকা পালন করতে হবে। সিইসি বলেন, 'পোলিং এজেন্টদের আমরা সেনসেটাইজ করব।' এদিকে, বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনকে উৎসাহিত করে। যাতে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে। হাইকমিশনার বলেন, এটি ছিল সিইসির সঙ্গে তার প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে। স্বাধীন, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণমাধ্যম, সুশীল সমাজ এবং নিরপেক্ষ পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।