নবাবগঞ্জে ট্রলার ডুবি নিখোঁজ আরও এক যুবকের লাশ উদ্ধার

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোলস্না ইউনিয়নের কালীগঙ্গা নদীতে পাতিলঝাপ পয়েন্টে আয়োজিত নৌকা বাইচ দেখতে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজ আরও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে কালীগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তার নাম সিফাত (১৮)। সিফাত পার্শ্ববর্তী সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের শ্যামনগর গ্রামের মো. মান্নানের ছেলে। এর আগে রোববার সকালে নিখোঁজ হওয়া ওয়াসিম নামের এক যুবককে মৃত অবস্থায় উদ্ধার করে ডুবুরী দল। এ নিয়ে দুইজনের লাশ উদ্ধার হলো। স্থানীয়রা জানান, সিফাত ও ওয়াসিম একই ট্রলারযোগে সিঙ্গাইর থেকে অন্যদের সঙ্গে ৩০ সেপ্টেম্বর পাতিলঝাপে অনুষ্ঠিত নৌকা বাইচ দেখতে আসে। এক সময় ট্রলারটি অতিস্রোতের মুখে ডুবে যায়। এতে করে দুই যুবকের নিখোঁজের খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে ডুবুরি দল রোববার সকাল ৭টা থেকে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে। সকাল ১০টার দিকে পাতিলঝাপ বাজার থেকে কিছু দূরে ইটভাটা সংলগ্ন থেকে মৃত অবস্থায় ওয়াসিমের লাশ উদ্ধার করে।