সাংবাদিক নাদিম হত্যা

আসামি মনিরের জামিন ৮ সপ্তাহ স্থগিত

প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০

যাযাদি রিপোর্ট
জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার অন্যতম আসামি মনিরুজ্জামান মনিরের হাইকোর্টের জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এর আগে গত ২৭ সেপ্টেম্বর জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার অন্যতম আসামি মনিরুজ্জামান মনিরের হাইকোর্টের জামিন ২ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত। একই সঙ্গে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। সে সময় আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।