ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকার দাবিতে আন্দোলনের ডাক

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০ | আপডেট: ১৮ জুলাই ২০১৮, ০০:০৭

যাযাদি রিপোটর্
মজুরি বোডের্ জমা হওয়া পোশাক শিল্প শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির প্রস্তাব প্রত্যাখ্যান করে ১৬ হাজার টাকা করার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে বাম দল সমথির্ত শ্রমিক সংগঠনগুলো। পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি ঘোষণায় গঠিত মজুরি বোডের্র তৃতীয় সভার একদিন পর মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলন থেকে আন্দোলনের কমর্সূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা। মজুরি বোডের্র সভায় পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি ৬ হাজার ৩৬০ টাকা প্রস্তাব করে মালিকপক্ষ। অন্যদিকে মজুরি বোডের্ শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে থাকা জাতীয় শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার ভূঁইয়া ১২ হাজার ২০ টাকা করার প্রস্তাব দেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সমথির্ত শ্রমিক লীগের নেতার ওই প্রস্তাবের বিরোধিতা করেন সিপিবি সমথির্ত গামের্ন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা জলি তালুকদার এবং গণসংহতি আন্দোলন সমথির্ত শ্রমিক সংহতির নেতা তাসলিমা আখতার। মঙ্গলবার ঢাকার পুরানা পল্টনে সিপিবি ভবনে সংবাদ সম্মেলনে গামের্ন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকার দাবিতে আগামী ২০ জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিল ও সমাবেশের কমর্সূচি ঘোষণা করেন। একই দাবিতে আগামী ২১ জুলাই বিকালে শাহবাগে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে পোশাক শ্রমিকদের ১২টি সংগঠনের জোট গামের্ন্টস শ্রমিক অধিকার আন্দোলন। এছাড়া ২৫ জুলাই বিকেএমইএ এর সামনে প্রতীকী অনশন, ২৭ জুলাই চট্টগ্রামে প্রতীকী অনশন করবে জোটের সংগঠনগুলো। এছাড়া ২৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে বিভিন্ন শ্রমিক এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হবে। সংবাদ সম্মেলনে জলি বলেন, মালিক পক্ষ থেকে যে প্রস্তাব করা হয়েছে তা থেকে স্পষ্ট বোঝা যায় যে, মালিক সরকার মিলে মজুরি বৃদ্ধির নামে প্রহসন মঞ্চস্থ করতে যাচ্ছে। ১৬ হাজার টাকার পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, আইএলও কনভেনশন অনুসারে বতর্মান বাজার দর, মুদ্রাস্ফীতি, আথর্-সামাজিক অবস্থা এবং শ্রমিকের জীবনমান বিবেচনায় এর চেয়ে কম মজুরি গ্রহণযোগ্য নয়।