শোক সংবাদ

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নাছির উদ্দিন খান চুন্নু টাঙ্গাইল-৪ আসনের সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারীর ছোট চাচা প্রকৌশলী নাছির উদ্দিন খান চুন্নু (৬৩) বুধবার রাত ১টায় টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ যোহর কালিহাতী উপজেলার নিজ গ্রাম ছাতিহাটী স্থানীয় মসজিদ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদারসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা সৈয়দ আবুল কাশেম নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান অফিস সহকারী সৈয়দ আবুল কাশেম (৭৫) বুধবার রাতে শহরের কাটলীস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিলস্নাহি- রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে কাটলী জামে মসজিদ প্রাঙ্গনে যানাজা শেষে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তার মৃতু্যতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন। - নেত্রকোনা প্রতিনিধি আজিজুল হক সরকার নীলফামারী সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক আজিজুল হক সরকার বৃহস্পতিবার ভোরে নীলফামারী শহরের ডালপট্টিস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ... রাজিউন)। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। বিকেলে আসরের নামাজের পর জানাজা শেষে শহরের কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়। তার মৃতু্যতে শোক জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলসাগর গ্রম্নপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। নীলফামারী প্রতিনিধি কোহিনুর বেগম মেহেরপুর-২ আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের মা কোহিনুর বেগম (৭৫) বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি গাংনী উপজেলার তেরাইল গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ... রাজিউন)। মরহুমা দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী ছিলেন। বৃহস্পতিবার বাদ আসর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। গাংনী (মেহেরপুর) সংবাদদাতা