ফ্লোরিডায় গুলি করে হত্যা এক বাংলাদেশিকে

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত আইয়ুব আলী Ñফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক বাংলাদেশিকে তার নিজ দোকানে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত আইয়ুব আলীর (৬১) বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানোপুর গ্রামে। তিনি ফ্লোরিডা স্টেট যুবলীগের সহ-সভাপতি ছিলেন। মঙ্গলবার দুপুরে ফ্লোরিডা অঙ্গরাজ্যের নথর্ লডারডেল সিটির ১৬৯১ সাউথ স্টেট সড়কে আন্ট মলি’জ ফুড স্টোরে তার মাথায় গুলি করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের হোমিসাইড শাখার কমর্কতার্ জেমস হাইয়েস গণমাধ্যমকে বলেন, গুলির খবর পেয়ে লডারডেল লেইকস ও টামারাক ফায়ার সাভিের্সর সদস্যরা রক্তাক্ত আইয়ুব আলীকে পাশের ব্রাউয়াডর্ হেল্থ মেডিকেল সেন্টারে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আশপাশের সিসিটিভি পরীক্ষার পর হত্যাকারীকে গ্রেপ্তারে এলাকাবাসীর সহায়তা চেয়েছে ব্রাউয়াডর্ শেরিফ অফিস। এদিকে ঘটনাস্থল পরিদশর্ন শেষে ফ্লোরিডায় অ্যাসোসিয়েশন অব বাই-ন্যাশনাল চেম্বার অব কমাসের্র নিবার্হী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘স্টোর থেকে কিছুই লুট হয়নি। তাই এটা ডাকাতির ঘটনা হতে পারে না। এটা হেইট ক্রাইম।’ প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল থেকে আইয়ুব আলী একাই কাজ করছিলেন তার দোকানে। গুলির সময় সেখানে আর কেউ ছিলেন কিনা, সেটা এখনো জানায়নি পুলিশ। ১৯৯৪ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন আইয়ুব আলী। ১০ বছর আগে এই দোকান কেনেন তিনি। গত বছর পাকর্ল্যান্ড এলাকায় একটি বাড়িও কিনেছেন আইয়ুব। তিন মেয়ে, এক ছেলে এবং স্ত্রী ফারহানাকে নিয়ে সেখানেই বসবাস করছিলেন তিনি। আইয়ুব আলী হত্যার সংবাদে ফ্লোরিডা আওয়ামী লীগ, বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা, ঢাকা ক্লাব, নাগরিক, ফ্লোরিডা চেম্বার অব কমাসের্র নেতারা হাসপাতালে যান এবং আইয়ুব আলীর পরিবারের খেঁাজ-খবর নেন। তারা মগর্ থেকে লাশ নেয়ার পরই স্থানীয় মসজিদে জানাজার নামাজের পর দাফনের বিস্তারিত কমর্সূচি নেবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আমির আলী, আলী নূর মঞ্জু, আবদুল ওয়াহিদ মাহফুজ, এবিএম মোস্তফা, আরিফুল হক টনি, টিটন মল্লিক, আতিকুর রহমান, কবির চৌধুরী তুহিনসহ আরও অনেকে এই হত্যাকাÐের বিচার দাবি করেছেন।