জাপা সবসময়ই অবাধ-সুষ্ঠু নিবার্চন প্রত্যাশা করে: হাওলাদার

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
জাতীয় পাটির্র মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, জাতীয় পাটির্ সব সময়ই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিবার্চন প্রত্যাশা করে। কখনোই কোনো প্রশ্নবিদ্ধ নিবার্চন জাতীয় পাটির্ চায় না। আগামী জাতীয় সংসদ নিবার্চনও সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। বুধবার সকালে প্রধান নিবার্চন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদকমীের্দর সঙ্গে আলাপকালে জাপা মহাসচিব একথা বলেন। এ সময় পাটির্র প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু তার সঙ্গে ছিলেন। বেলা ১১টার দিকে সিইসির সঙ্গে বৈঠক করেন জাতীয় পাটির্র নেতারা। এ সময় তারা কুড়িগ্রাম-০৩ আসনের উপনিবার্চনে জাতীয় পাটির্ মনোনীত প্রাথীর্ অধ্যাপক ডা. মো. আক্কাছ আলী সরকারের একটি চিঠি সিইসির কাছে হস্তান্তর করেন। চিঠিতে অধ্যাপক ডা. মো. আক্কাছ আলী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ মনোনীত প্রাথীর্ অধ্যাপক এম এ মতিন তার এম এ মতিন কারিগরি মহাবিদ্যালয়সহ নিজস্ব প্রতিষ্ঠানের শিক্ষক-কমর্চারীদের প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ দেয়ার চেষ্টা করছেন। যা নিরপেক্ষ নিবার্চন অনুষ্ঠানের অন্তরায়। চিঠিতে নিবার্চনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পযার্প্তসংখ্যক ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনেরও দাবি জানান অধ্যাপক ডা. আক্কাছ আলী।