ছাত্রলীগের ৪ নেতাকে শোকজ

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, সরকারি কাজে বাধা প্রদান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চঁাদা দাবির অভিযোগে ৪ ছাত্রকে শোকজ করা হয়েছে। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কমর্কতার্ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বাতার্য় এ তথ্য জানানো হয়েছে। শোকজ নোটিস প্রাপ্ত ছাত্ররা হলেন বিশ^বিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মাস্টাসের্র ছাত্র মো. ইলিয়াস হোসেন, একই বিভাগের প্রথমবষের্র ছাত্র অন্তর দে শুভ, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মাস্টাসের্র ছাত্র মো. গোলাম রব্বানী এবং ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের দ্বিতীয় বষের্র ছাত্র ইসমে আজম শুভ। এরা সবাই ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকমীর্। নোটিসে উল্লেখ করা হয়েছে, গত ১৭ জুলাই বেলা সাড়ে ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের চলমান ক্যাম্পাস নেটওয়াকির্ংয়ের (বিডিরেন) কিছু মালামাল আসে। উক্ত সময়ে উপরোল্লিখিত চারজন ছাত্র মালামাল বিশ^বিদ্যালয়ে প্রবেশে বাধা দেয় এবং ওদের না জানিয়ে বিশ^বিদ্যালয়ে কোনো উন্নয়নমূলক কাজ হবে না এবং হতে দেয়া হবে না বলে সরবরাহকারীদের জানায় এবং তাদের কাছে চঁাদা দাবি করে।