শোক সংবাদ

ফাতেমা বিবি

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
বরিশালের উজিরপুর উপজেলা ও পৌর প্রেস ক্লাবের সদস্য মো. নুরুল ইসলাম আসাদের ছোট বোন ফাতেমা বিবি ২ ডিসেম্বর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতু্যবরণ করেছেন (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃতু্যতে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন উজিরপুর উপজেলা ও পৌর প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম শিপন মোলস্না, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শরীফ, কার্যনির্বাহী সদস্য সরদার সোহেলসহ সদস্যরা। রোববার দুপুরে নিহতের জানাজা শেষে ঢাকার কেরানীগঞ্জ আঁটি বাজারের পাঁচদোনা কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।