মইনুল হোসেনের মৃতু্য

সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ রাখা হলো আধাবেলা

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনের সম্মানে হাইকোর্টের সব বেঞ্চে বিচারকাজ আধাবেলা বন্ধ রাখা হয়। রোববার বেলা ১১টার পর দিনের বিচারকাজ আর না চালানোর সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ পাঁচ বিচারপতি। সকালে আপিল বিভাগের বিচারকাজ চলাকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনের মৃতু্যর কথা আদালতকে জানান। তখন প্রধান বিচারপতি আপিল বিভাগের অন্য বিচারপতিদের সঙ্গে পরামর্শ করে আপিল বিভাগে বেলা ১১টার পর বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার মইনুল হোসেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবারের সদস্যরা জানান, আজিমপুর কবরস্থানে তার লাশ বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ রোববার বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।