মৃত্যুর মিছিল: ছুটির দিনে সড়কে ঝরল ১০ প্রাণ

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
শুক্রবার বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে বিএম কলেজের এক ছাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। ছবিতে দুমড়ে-মুচড়ে যাওয়া মাহিন্দ্রা -যাযাদি

বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে বিএম কলেজের এক ছাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। এছাড়া মাগুরা, ধামরাই, বেলাব ও সোনাতলায় আলাদা সড়ক দুর্ঘটনায় আরো চারজনের মৃতু্য হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সকালে ১০ জন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা সদর উপজেলা থেকে বানারীপাড়া যাচ্ছিল। পথে তেঁতুলতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিলা হালদারসহ দুইজন মারা যান। আহত সাতজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃতু্য হয়। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুর্ঘটনায় নিহতরা হলেন বরিশালের কাশিপুর গণপাড়া এলাকার বাসিন্দা ইদ্রিস খানের ছেলে মাহেন্দ্র চালক সোহেল খান (২৫), যাত্রী নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের এনছাফ আলীর ছেলে খোকন মিয়া (৪০), বাকেরগঞ্জের দাড়িয়াল এলাকার ইউনুস সিকদারের ছেলে মানিক সিকদার (৩০), ঝালকাঠির বাসিন্দা সরকারি বিএম কলেজের শিক্ষার্থী শীলা হালদার (২৪) এবং বাবুগঞ্জের মাধবপাশা এলাকার পারভীন বেগম (৩৫) ও মেহেরুন্নেছা বেগম (৫৫)। আহত তাইয়ুম (৭), আব্দুলস্নাহ (৭), তন্নী (১৫) ও দুলাল হাওলাদারকে (৩০) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। এদের মধ্যে তাইয়ুম ও তন্নী নিহত পারভিন বেগমের সন্তান এবং আব্দুলস্নাহ নিহত মেহেরুন্নেছার নাতি। এদিকে এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানিয়েছেন। বরিশাল মহানগর পুলিশের কমিশনার মোশাররফ হোসেন বলেন, ঘটনার কারণ চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে। এরই মধ্যে পুলিশ বাদী হয়ে বিমানবন্দর থানায় দুর্জয় পরিবহনের চালক ও তার সহকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মাগুরায় অ্যাম্বুলেন্স চালক নিহত মাগুরা সদর উপজেলায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক নিহত হয়েছে; এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের চারজন। সদর থানার এসআই লিটন সরকার জানান, উপজেলার মঘির ঢাল এলাকার মাগুরা-যশোর সড়কে শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেনের বাড়ি মাদারীপুর জেলার টেকেরহাটে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই লিটন বলেন, অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক নারীর লাশ নিয়ে খুলনার ডুমুরিয়ায় যাচ্ছিল। পথে একটি মোটরসাইলেকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খায়। এ সময় চালকসহ অ্যাম্বুলেন্সে থাকা পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণার করেন বলে জানান এসআই। ধামরাইয়ে অটোরিকশার যাত্রী নিহত ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় অধির (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার সকালে ধামরাইয় উপজেলার কাউয়ালি পাড়া-চৌহাট শাখা সড়কের বালিয়া এলাকায় কালিঘাট মিল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অধির ওই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট গ্রামের সুবল চন্দ্র মনিদাসের ছেলে। স্থানীয়রা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশাটিকে একটি ট্রাক ধাক্কা দিলে বুকে চাপ লেগে ঘটনাস্থলে অধির নামে সিএনজির এক যাত্রী মারা যান। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে ধামরাই থানার কাউয়ালি পাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের মরদেহ পরিবারের লোকজন নিয়ে চলে যায়। \হ বেলাবতে অজ্ঞাত নারীর মৃতু্য বেলাব (নরসিংদী) সংবাদদাতা জানান, নরসিংদীর বেলাবতে ঢাকা সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় এক অজ্ঞাত নারীর মৃতু্য হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে সড়ক পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সকাল ৯টার দিকে বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পারাপারের সময় সিলেটগামী একটি ট্রাক ওই অজ্ঞাত নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে থামাতে পারলেও পালিয়েছে ট্রাকের চালক। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ট্রাকটিকে জব্দ করে। লাশ ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সোনাতলায় ৪ বছরের শিশুর মৃতু্য সোনাতলা (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার সোনাতলায় অটোভ্যানের ধাক্কায় সাকিন নামের চার বছরের এক শিশুর মৃতু্য হয়েছে। সে উপজেলার ফাজিলপুর পশ্চিমপাড়া গ্রামের মো. মিনাজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১১টায় মায়ের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল সাকিন। কিন্তু হঠাৎ মায়ের হাত ছেড়ে দিয়ে সে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে পার হওয়ার সময় দ্রম্নতগামী একটি ব্যাটারিচালিত আটোভ্যান এসে তাকে জোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আঘাতপ্রাপ্ত হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় যান পরিবহনের মাধ্যমে শিশুটিকে বগুড়া মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই শিশুটির মৃতু্য হয়। এ ঘটনায় ওই অটোভ্যান চালক কৌশলে দ্রম্নত পালিয়ে যাওয়ায় তাকে শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান স্থানীয় লোকজন।