উপজেলা পরিষদ নির্বাচন

তৃতীয় ধাপেও ভোট-খরা

আগের রাতে বাক্স ভরায় কটিয়াদীর ভোট স্থগিত ষ চন্দনাইশে ভোট কেন্দ্রে সংঘর্ষে পুলিশ গুলিবিদ্ধ ষ বরিশালে সিলমারা ব্যালট উদ্ধার ষ কক্সবাজারের পেকুয়ায় ভোটকেন্দ্রে গোলাগুলি

প্রকাশ | ২৫ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি রিপোর্ট
বরিশালে উদ্ধারকৃত সিলমারা ব্যালট পেপার -বিডিনিউজ
আগের দুই ধাপের মতো উপজেলা পরিষদের নির্বাচনে রোববার হওয়া তৃতীয় ধাপেও ভোটার উপস্থিতি ছিল বেশ কম। তবে এর মধ্যেও সংঘর্ষ, ভোট বর্জন, আগের রাতে ব্যালটে সিল মেরে বাক্স ভরিয়ে ফেলার ঘটনা ঘটেছে। আর এ সব কারণে ঘটেছে ভোট স্থগিতের ঘটনাও। রোববার বিভিন্ন ভোটকেন্দ্রে গোলাগুলি হয়েছে, আহত হয়েছেন ভোটাররা। আবার চট্টগ্রামের চন্দনাইশে ভোট জালিয়াতি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন পুলিশ কনস্টেবল। আগের রাতে ব্যালট ভরিয়ে ফেলার অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোটগ্রহণ স্থগিত করে দেয়া হয়েছে। ভোট জালিয়াতিতে যুক্ত থাকার দায়ে জেলার একজন এএসপি এবং ওসিকে প্রত্যাহারের ঘটনা ঘটেছে। এ ছাড়া একাধিক জায়গায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা ভোট বর্জন করেছেন। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে রোববার ১১৭ উপজেলায় ভোটগ্রহণ করা হয়। বিএনপিসহ কয়েকটি বিরোধী দল এ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়ায় এমনিতেই এর জৌলুস কমে যায়। আগের দুই ধাপে দেখা গেছে, ভোটার উপস্থিতি বেশ কম। এবারের উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়ে ৪৩ দশমিক ৩২ শতাংশ হারে। ১০ মার্চ এই ধাপে ভোট গ্রহণ হয় ৭৮টি উপজেলায়। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১১৬টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে গোলাগুলি ও প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে পাঁচটি উপজেলার ভোটের হিসাব ইসিতে এসে পৌঁছেনি। বাকি ১১১টি উপজেলায় ভোটগ্রহণ হয়েছে ৪১ দশমিক ২৫ শতাংশ হারে। দুই ধাপ মিলিয়ে ১৮৯ উপজেলায় ভোট পড়েছে ৪২ দশমিক ২৮ শতাংশ। গতকাল সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা যায়। সকাল ১০টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার সরকারি ডবিস্নউবি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন কেন্দ্রে গিয়ে দেখা যায়, বুথগুলোতে কোনো ভোটার নেই। মাঝে-মধ্যে দু-একজন ভোটার আসছেন এবং ভোট দিচ্ছেন। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা জয়ন্ত হালদার বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৬৭৫। সকাল ৮টা থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত দুই ঘণ্টা ১০ মিনিটে এই কেন্দ্রে ভোট পড়েছে ১৪৩টি। কিশোরগঞ্জের একাধিক উপজেলায় ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটকেন্দ্রে ছিল ভোটারের খরা। তবে এ অবস্থার মধ্যেও সংঘর্ষ থেমে থাকেনি। চট্টগ্রামের চন্দনাইশে জোর করে ভোট দিতে যান একদল লোক। প্রিসাইডিং কর্মকর্তা দ্রম্নত পুলিশের সহায়তা চাইলে সেখানে পুলিশের সদস্যরা যাওয়ামাত্র দুর্বৃত্তরা পুলিশের ওপর গুলি চালায়। সেখানে এক কনস্টেবল গুলিবিদ্ধ হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজারের পেকুয়ায় দুই পক্ষের গোলাগুলিতে তিনজন আহত হন। বিবদমান দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গুলিবর্ষণের অভিযোগ এনেছে। এর মধ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগে পুরো উপজেলার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান বলেছেন, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিকুল ইসলাম ও কটিয়াদী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, কটিয়াদী উপজেলায় রাতের বেলায় ব্যালট বাক্স ভরার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তের জন্য তাদের প্রত্যাহার করা হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ এনে মানিকগঞ্জে দলের দুই বিদ্রোহী প্রার্থী ভোট বর্জন করেছেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ফারুকুজ্জামান জন নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করছেন- এমন অভিযোগে ভোট বর্জন করেছেন। 'পার্সেন্টেজ' কত হলো মাথাব্যথা নেই : ইসি সচিব এদিকে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, পার্সেন্টেজ (শতকরা) কত হলো এটা নিয়ে মাথাব্যথা নেই। বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কিনা। নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে রোববার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ইসি সচিবের কাছে উপজেলায় ভোটের হার কম হওয়ার কারণ জানতে চাইলে সাংবাদিকদের বলেন, 'কমিশন বলেছে অনেকেই (দল) নির্বাচন করে নাই। প্রথম দফায় উপজেলা নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় দফায় রাঙ্গামাটি জেলা বাদ দিয়ে ৪১ শতাংশ ভোট পড়েছে। রাঙ্গামাটির ফলাফল যদি আমরা পাই, তাহলে গড়ে আমাদের মনে হয় ৪৫ শতাংশ হবে। আর তৃতীয় ধাপে আমরা ৪০ থেকে ৪৫ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করছি। হেলালুদ্দীন আহমদ বলেন, 'একটি রাজনৈতিক জোট নির্বাচনে অংশ নেয়নি। তারা কিন্তু ভোটে আসেনি। অপরদিকে ভোটারদের ভোটকেন্দ্রে না আসার জন্য তাদের প্রচারণা আছে। এ সব আপনাদের খেয়াল রাখতে হবে।' 'পার্সেন্টেজ ইজ নট দ্য ম্যাটার। পার্সেন্টেজ কত হলো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কিনা।' গত দুই দফায় ভোটের হার কম হওয়ায় নির্বাচন গ্রহণযোগ্যতা হারায় কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, 'আমাদের দেশের কোনো আইনে নেই, যে কত শতাংশ ভোট দিতে হবে বা গ্রহণযোগ্যতার জন্য কত শতাংশ ভোট পড়তে হবে।' ইসি সচিব বলেন, 'কটিয়াদিতে অনিয়মের প্রমাণ পাওয়ায় একজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে আরও কারো জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।' তিনি বলেন, 'চট্টগ্রামের চন্দনাইশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন পুলিশ কনস্টেবল মারাত্মক আহত হয়েছেন। তিনি তলপেটে গুলিবিদ্ধ হয়েছেন। তার আর্টারি ছিঁড়ে যাওয়ায় রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে হেলিকপ্টারে করে এনে ভর্তি করানো হয়েছে। কেননা, অন্য কোথাও এই চিকিৎসা নেই।' হেলালুদ্দীন আহমদ বলেন, 'সার্বিক বিবেচনায় নির্বাচন কমিশন মনে করছেন, মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।'