ঢাকার কূটনীতিক পাড়ায় নিরাপত্তা জোরদার

প্রকাশ | ২৫ মার্চ ২০১৯, ০০:০০ | আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০০:৫৫

যাযাদি রিপোর্ট

ঢাকার কূটনীতিকপাড়া হিসেবে পরিচিত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ বলছে, সম্প্রতি নিউ জিল্যান্ডে সংঘটিত ভয়াবহ হামলাসহ বিভিন্ন দেশে সহিংসতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস সামনে রেখে এই ব্যবস্থা নেয়া হয়েছে। রোববার ভোর থেকে ওই এলাকায় তলস্নাশি চৌকি বাড়ানো হয়েছে। কোনো যানবাহন সন্দেহ হলে তলস্নাশি চালানো হচ্ছে। আবাসিক হোটেলগুলোতে সিসি ক্যামেরা সচল রাখা, অতিথিদের সম্পর্কে পুলিশকে জানানোসহ সতর্ক থাকার নির্দেশের পাশপাশি বিভিন্ন ক্লাব ও বিদেশি দূতাবাসগুলো ঘিরে নজরদারি বাড়ানো হয়েছে বলে গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোশতাক আহমদ বলেন, নিউজিল্যান্ডে সন্ত্রাসী ঘটনার পর নিয়মিত নিরাপত্তার পাশপাশি পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আবার ২৬ মার্চ স্বাধীনতা দিবস। নিরাপত্তায় এ দিনটিও গুরুত্ব দেয়া হয়েছে। গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন এক শ্বেতাঙ্গ বর্ণবাদী। এরপর শনিবার পশ্চিম আফ্রিকার দেশ মালির দুটি গ্রামে গুলি করে অন্তত ১৩৪ পশুপালককে হত্যা করা হয়েছে। গুলশান থানার ওসি জানান, বিশেষ এই নিরাপত্তা ব্যবস্থায় সার্বিক দিক বিবেচনায় নিয়ে টহল পুলিশের সংখ্যা বাডিয়ে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। সাদা পোশাকেও পুলিশের নজরদারি রয়েছে। এর জন্য বাড়তি জনবল মোতায়েন হয়েছে। ঢাকার কূটনীতিক পাড়ায় নিরাপত্তা জোরদার যাযাদি রিপোর্ট ঢাকার কূটনীতিকপাড়া হিসেবে পরিচিত গুলশান, বনানী ও বারিধারা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ বলছে, সম্প্রতি নিউ জিল্যান্ডে সংঘটিত ভয়াবহ হামলাসহ বিভিন্ন দেশে সহিংসতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস সামনে রেখে এই ব্যবস্থা নেয়া হয়েছে। রোববার ভোর থেকে ওই এলাকায় তলস্নাশি চৌকি বাড়ানো হয়েছে। কোনো যানবাহন সন্দেহ হলে তলস্নাশি চালানো হচ্ছে। আবাসিক হোটেলগুলোতে সিসি ক্যামেরা সচল রাখা, অতিথিদের সম্পর্কে পুলিশকে জানানোসহ সতর্ক থাকার নির্দেশের পাশপাশি বিভিন্ন ক্লাব ও বিদেশি দূতাবাসগুলো ঘিরে নজরদারি বাড়ানো হয়েছে বলে গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোশতাক আহমদ বলেন, নিউজিল্যান্ডে সন্ত্রাসী ঘটনার পর নিয়মিত নিরাপত্তার পাশপাশি পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আবার ২৬ মার্চ স্বাধীনতা দিবস। নিরাপত্তায় এ দিনটিও গুরুত্ব দেয়া হয়েছে। গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন এক শ্বেতাঙ্গ বর্ণবাদী। এরপর শনিবার পশ্চিম আফ্রিকার দেশ মালির দুটি গ্রামে গুলি করে অন্তত ১৩৪ পশুপালককে হত্যা করা হয়েছে। গুলশান থানার ওসি জানান, বিশেষ এই নিরাপত্তা ব্যবস্থায় সার্বিক দিক বিবেচনায় নিয়ে টহল পুলিশের সংখ্যা বাডিয়ে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। সাদা পোশাকেও পুলিশের নজরদারি রয়েছে। এর জন্য বাড়তি জনবল মোতায়েন হয়েছে।

সতর্ক থাকতে বলছে 
মার্কিন দূতাবাস

রাজধানীর গুলশান ও কূটনৈতিকপাড়াসহ বিশেষ এলাকা ও স্থাপনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরাপত্তা জোরদারের পর বাংলাদেশে অবস্থান ও বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
ডিএমপির নিরাপত্তা জোরদারের ঘোষণার পর মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে দেশটির নাগরিকদের জন্য ওই নিরাপত্তা সতর্কতা জারি করে। যেখানে বলা হয়, ‘মার্কিন দূতাবাস ঢাকায় নিরাপত্তা জোরদারের বিষয়ে প্রতিবেদন পেয়েছে। তবে আমরা নির্দিষ্ট কোনো হুমকি সম্পর্কে জানতে পারেনি।’
দূতাবাসের ওই নিরাপত্তা সতর্কতায় মার্কিন নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, ‘আপনাদেরকে নিজেদের চারপাশ সম্পর্কে সচেতন থাকতে হবে। যে সব স্থানে জনসমাগম বেশি কিংবা বিক্ষোভ হচ্ছে সে সব স্থানে অবস্থান করা থেকে বিরত থাকবেন।’
দূতাবাসের ওই নিরাপত্তা সতর্কতা জারির নোটিশে আরও বলা হয়, ‘আপনারা মার্কিন পাসপোর্ট ও বাংলাদেশি ভিসাসহ বৈধ পরিচয়পত্র সব সময় সঙ্গে রাখবেন। তাছাড়া সর্বশেষ অবস্থা জানতে স্থানীয় গণমাধ্যমে চোখ রাখুন।’
প্রসঙ্গত, রোববার বিকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান পহেলা বৈশাখ ও ২৬ মার্চসহ প্রত্যেকটি জাতীয় দিবসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানান।
ঘোষণা অনুযায়ী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর কূটনৈতিক এলাকাসহ শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশানে যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ দেশের কূটনীতিকরা বসবাস করেন।