সিকৃবি ছাত্র ওয়াসিম হত্যার প্রতিবাদে উত্তাল সিলেট

গাজীপুরেও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ৬ জেলায় সড়কে নিহত আরও ৭ জন

প্রকাশ | ২৫ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
রোববার বেলা ১১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ওয়াসিমের সহপাঠীরা। দুপুর ১২টার পর তারা নগরের চৌহাট্টায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন -যাযাদি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র মো. ওয়াসিম আব্বাসকে বাস থেকে ফেলে হত্যার প্রতিবাদে সিকৃবিসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা নগরের চৌহাট্টা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ফলে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। জাগো নিউজ জানায়, রোববার বেলা ১১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন ওয়াসিমের সহপাঠীরা। দুপুর ১২টার দিকে তারা নগরের চৌহাট্টায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। 'যে মগজ দেশ গঠনে ব্যবহার হয়, সে মগজ কেন রাস্তায় পড়ে রয়', 'জীবনের নিরাপত্তা চাই', 'দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকান্ড', 'উদার পরিবহনের রুট পারমিট বাতিল করতে হবে' 'ওয়াসিম হত্যার বিচার চাই' স্স্নোগানে প্রকম্পিত হয়ে ওঠে সিলেটের চৌহাট্টাসহ আশপাশ এলাকার রাজপথ। শিক্ষার্থীদের অবরোধে চৌহাট্টা মোড়ের চারদিকে শত শত গাড়ি আটকা পড়ে। দীর্ঘ যানজটে আটকা পড়েন হাজার হাজার পথচারী। শিক্ষার্থীরা ওয়াসিমের হত্যার প্রতিবাদে বাসচালক ও হেলপারের ফাঁসি কার্যকর, ঘাতক 'উদার' পরিবহন বাসের রুট পারমিট ও লাইসেন্স বাতিলসহ নিরাপদ সড়কের দাবি করে কোনো ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে পারবে না বলে হুশিয়ারি দেন। অবরোধ চলাকালে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ অবরোধস্থলে এসে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পরে তিনিও দোষী বাসচালকের ফাঁসি চান জানিয়ে এই গরমে মানুষকে কষ্ট না দিয়ে শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে ক্যাম্পাসে ফেরার অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা তার অনুরোধ প্রত্যাহার করে বিভিন্ন স্স্নোগান দেন। আন্দোলনরত সিকৃবি শিক্ষার্থী মাইনুল হাসান বলেন, শেরপুর হাইওয়ে পুলিশ গণমাধ্যমে বলেছে, এটি সড়ক দুর্ঘটনা। তারা বলছেন এটা সরাসরি পরিকল্পিত হত্যাকান্ড। এর আগে শনিবার বিকালে সিলেটের শেরপুরে বাস ভাড়া নিয়ে হেলপারের সাথে কথা কাটাকাটির জেরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ঘোরি মোহাম্মদ ওয়াসিমকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃতু্য হয়। ওই ঘটনার পর বাসটির চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ। ওয়াসিমের মৃতু্যর খবরে হাসপাতালে ছুটে যান কয়েকশ শিক্ষার্থী। এ সময় তারা সেখানে বিক্ষোভ করেন। পরে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে বিক্ষোভ ও ভাংচুর করেন শিক্ষার্থীরা। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, শিক্ষার্থীর মৃতু্যকে কেন্দ্র করে শনিবার রাত পৌনে ৯টার দিকে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিলাল এলাকায় ব্যাপক ভাংচুর চালিয়েছে শিক্ষার্থীরা। বাস থেকে ফেলে হত্যার দায় স্বীকার এদিকে মৌলভীবাজারের শেরপুরে ভাড়া নিয়ে বাকবিতন্ডার জেরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম আব্বাসকে বাস থেকে ফেলে হত্যা করা হয় বলে দায় স্বীকার করেছে ওই বাসের চালক ও হেলপার। রোববার সকালে গাড়িচালক জুয়েল আহমদকে সিলেট ও সহকারী মাসুদ মিয়াকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে তাদের। মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহম্মদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে আদালতে প্রেরণ করার পর আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করব। মামলা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি প্রতিবেদককে বলেন, দাফন শেষে পরিবারের সদস্যরা মামলা করবে। গাজীপুরে সড়ক অবরোধ পিবিডি নিউজ জানায়, দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজট লেগে যায়। রোববার সকালে ভাওয়াল কলেজ, লিংকন কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন। তারা চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। খুনি কেন বাহিরে এবং উই ওয়ান্ট জাস্টিস এই ধরনের স্স্নোগান তুলে মুখরিত করেন তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শনিবার গাজীপুরের সালনায় একটি বাসের চাপায় স্থানীয় একটি কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। অবশ্য পুলিশ গিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সাভারে বাসচাপায় এক ব্যক্তি নিহত যাযাদি ডেস্ক এদিকে বিডি নিউজ জানায়, সাভারের আশুলিয়ায় রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় ষাটোর্ধ্ব এক ব্যক্তি নিহত হয়েছেন। আশুলিয়া থানার এসআই আব্দুস সালাম জানান, রোববার সকালে আশুলিয়ার আনারকলি বাসস্ট্যান্ড এলাকার সিএনবি-আশুলিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নানের (৬৫) বাড়ি ভোলা জেলার সদর থানার রামদাসুর গ্রামে। স্থানীয়দের বরাতে এসআই বলেন, আউকপাড়ায় এক আত্মীয়র বাড়ি থেকে সাভারের গেন্ডার এলাকায় ছেলের বাসায় যাচ্ছিলেন তিনি। পথে রাস্তা পারাপারের সময় সাভার থেকে ছেড়ে আসা আনন্দ সুপার পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই আব্দুল মান্নানের মৃতু্য হয়। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করতে পারলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানান এসআই। ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের লাউদিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আলাউদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার রতনহাট গ্রামের খয়বার মন্ডলের ছেলে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, রাত ১২টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের লাউদিয়া নামক স্থানে সড়কের ওপর এক ব্যক্তি পড়েছিলেন। এ সময় খবর পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় রাস্তা পার হওয়ার সময় ট্রাক অথবা বাসের চাপায় তিনি নিহত হয়েছেন। বগুড়ার ভ্যান চালক নিহত শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার শেরপুরের খন্দকার টোলার গেট এলাকায় ট্রাকের ধাক্কায় শনিবার রাতে শফিকুল ইসলাম (৪০) নামের এক ভ্যান চালক ঘটনাস্থলেই মারা যায়। জানা যায়, শেরপুর শহরতলী চকপোতা দুবলাগাড়ি গ্রামের বেরোজ আলীর ছেলে শফিকুল ইসলাম শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের খন্দকার টোলা এলাকায়র বগুড়াগামী ১০ চাকার একটি ট্রাক (চট্টো মেট্টো-ঢ ৮১-০৯৬৮) পিছন থেকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা এসে মহাসড়কের উপর থেকে লাশ উদ্ধার করে থানা পলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেন। এ ব্যাপারে শেরপুর থানায় অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ১জন নিহত গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার নাকাইহাটে দ্রম্নতগামী একটি ট্রাক নাকাইহাট বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় পথচারী ইউসুফ আলী খাঁকে (৭০) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। নিহত ইউসুফ আলী হরিরামপুর ইউনিয়নের চক মাকড়া গ্রামের মৃত আহম্মদ আলী খাঁর পুত্র। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। দিনাজপুরে একজন নিহত দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের নশিপুর নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃতু্য হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৩ জন। তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দশমাইল হাইওয়ে থানার ওসি সামসুর নূর জানান, রোববার দুপুর ১টার দিকে সদর উপজেলার নশিপুর বিএডিসি অফিসের সামনে দিনাজপুর থেকে পঞ্চগড়ের দিকে একটি মাছের মিনি ট্রাক যাওয়ার সময় অপরদিক থেকে আসা আর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৪ জন গুরুতর আহত হয়। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ট্রাক চালক গোলাম মোস্তফার মৃতু্য হয়। নিহত গোলাম মোস্তফা জয়পুরহাট জেলার গোগাছি গ্রামের আফাজউদ্দিনের ছেলে। টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ বিডি নিউজ জানায়, টাঙ্গাইলের বাসাইলে নিয়ন্ত্রণহীন মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই যুবকের প্রাণ গেছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার হাকিমপুর-জশিহাটী সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বাসাইল থানার ওসি এসএম তুহীন আলী জানান। নিহতরা হলেন- উপজেলার কামুটিয়া গ্রামের লাল খানের ছেলে শাওন খান (২৭) এবং একই এলাকার বিলস্নালের ছেলে জামিল (২৫)। ওসি তুহীন বলেন, শাওন ও জামিল মোটরসাইকেলে করে একঢালা এলাকায় উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারমান পদপ্রার্থী খান বাহাদুরের জনসভার যাচ্ছিলেন। তালতলা এলাকায় তাদের মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে বলে জানান ওসি।