বরিশালে সাবেক সাংসদসহ বিএনপির ৭ নেতা আটক
প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
বরিশাল অফিস
বরিশালে লিফলেট বিতরণের সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানসহ ৭ নেতাকে আটক করেছে পুলিশ। ভোট বর্জনসহ অসহযোগ আন্দোলন বাস্তবায়নের লক্ষ্যে বুধবার দুপুর ১২টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বাগ্বিতন্ডা ও সংঘর্ষের পর তাদের আটক করা হয়। আটককৃত অন্য ছয়জন হলেন- বিএনপি নেতা আমিনুর রহমান টুটু, আল আমিন, হৃদয় হোসেন তামিম, রিয়াজ হোসেন, সুজন আকন ও সাইফুল ইসলাম।