শোক সংবাদ

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
শরীফ খসরুজ্জামান মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও নড়াইল-২ আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শরীফ খসরুজ্জামান (৮২) বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার আনোয়ার খান মডানর্ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শরীফ খসরুজ্জামান মুক্তিযুদ্ধে নড়াইলে মুজিব বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বেই ১৯৭১ সালের ৮ ডিসেম্বর লোহাগড়া পাক-হানাদারমুক্ত হয়। বৃহস্পতিবার বাদ জোহর লোহাগড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১ম এবং বাদ আসর মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ে ২য় নামাজে জানাজা শেষে তার মরদেহ উপজেলার জয়পুর ইউপির বাবরা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা আজিজুর রহমান চৌধুরী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আজিজুর রহমান চৌধুরী (৮৩) বুধবার রাতে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাড়িতে বাধর্ক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়। এ সময় তার কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন হবিগঞ্জ সদর উপজেলা নিবার্হী কমর্কতার্ মজির্না বেগম, স্থানীয় মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বাদ আসর সদর উপজেলার বিশাউড়া গ্রামে ২য় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। হবিগঞ্জ প্রতিনিধি