দঁাড়িয়ে ৩ ঘণ্টা প্রতিবাদের পর ছাড়ল জয়ন্তিকা

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
চালককে মারধরের অভিযোগে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় তিন ঘণ্টা থামিয়ে রাখার পর আবার ছেড়ে গেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে সাড়ে ৫টা পযর্ন্ত দঁাড়িয়ে থাকার পর ছেড়ে যায় ট্রেনটি। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী মাস্টার মঈনুল হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থামার পর একদল যাত্রী ইঞ্জিন বগিতে ওঠার চেষ্টা করে বেলা আড়াইটার দিকে। ‘বাধা দেয়ায় ট্রেনের সহকারী চালক আলিম হোসেনকে মারধর করে তারা। এলোপাতাড়ি কিলঘুষি মেরে চলে যায়। এর প্রতিবাদে প্রধান চালক ট্রেনটি স্টেশনে দাঁড় করিয়ে রাখেন। তবে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক থাকে।’ আলিমকে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদিকে প্রচÐ গরমে এক জায়গায় দাঁড়িয়ে দুভোর্গ পোহায় যাত্রীরা। স্টেশন কমর্কতার্ মঈনুল বলেন, পরে রেলের ঊধ্বর্তন কমর্কতাের্দর হস্তক্ষেপে বিকাল সাড়ে ৫টায় ট্রেনটি ছেড়ে যায়