দুর্গাপ্রসাদ তেওয়ারী

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরের বর্ষীয়ান রাজনীতিবিদ, বৃটিশবিরোধী সংগ্রামী ও কমরেড মণি সিংহের সহযোদ্ধা দুর্গাপ্রসাদ তেওয়ারী আর নেই। বুধবার রাতে পৌর শহরের দেশওয়ালীর পাড়ার নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুই পুত্র, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ দুর্গাপুরের শহীদ মিনারে আনলে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে তার শেষকৃত্য স্থানীয় শ্মশানঘাটে অনুষ্ঠিত হয়। এ কিংবদন্তি নেতার মৃতু্যতে স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, পৌর মেয়র আব্দুস ছালাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা, ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদার প্রমুখ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।