মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে তলব

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
যৌতুক আইনের একটি মামলা স্থগিত থাকার পরও আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়ায় মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কেএম আলমগীর হোসেনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১০ মার্চ তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির। তিনি বলেন, 'যৌতুক আইনের ৩ ধারার একটি মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছিলেন।' তবে মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত থাকার পরও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কেএম আলমগীর হোসেন ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর আসামিকে হাজিরের নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে আসামি। আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কেএম আলমগীর হোসেনকে তলব করলেন।