আরও ২৯ বিজিপির আশ্রয়

সীমান্তে কথা বলছিলেন ইউপি সদস্য, গুলি এসে লাগল কোমরে

প্রকাশ | ১২ মার্চ ২০২৪, ০০:০০

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে সোমবার এক ইউপি সদস্য আহত হয়েছেন। তার নাম সাবের আহমদ। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। এদিকে চাকঢালা সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষা বাহিনী-বিজিপির আরও ২৯ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন সাংবাদিকদের বলেন, 'সোমবার বিকাল ৪টার দিকে সীমান্ত এলাকা জামছড়ি মসজিদের পাশে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন সাবের আহমদ। এ সময় সীমান্তের ওপার থেকে আসা \হএকটা গুলি তার কোমরে এসে লাগে। তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।' এ বিষয়ে কথা বলতে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল মান্নানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।