ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলংকা
প্রকাশ | ১৩ মার্চ ২০২৪, ০০:০০
আমিনুল ইসলাম লিটন
শ্রীলংকার বিপক্ষে আশা দেখালেও টি২০ সিরিজ হেরেছে বাংলাদেশ। সেই স্মৃতি ভুলে টাইগারদের চোখ এখন ওয়ানডে সিরিজে। আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে দুই দল। জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য টাইগারদের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
এর আগে দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি২০ সিরিজ ২-১ ব্যবধানে শ্রীলংকা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পায় শ্রীলংকা। দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে পেসার নুয়ান থুশারার দুর্দান্ত হ্যাটট্রিকে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে শ্রীলংকা। সিরিজে প্রথম খেলতে নেমে ২০ রানে ৫ উইকেট নেন থুশারা।
ওয়ানডে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার ব্যাটার তাওহিদ হৃদয়। হৃদয় বলেন, 'আমার ম্যাচ বাই ম্যাচ যেতে ভালো লাগে। দল হিসেবে যদি বলি অবশ্যই সিরিজ
জেতার জন্য খেলব। সবার মধ্যে ওই ক্ষুধাটা আছে। এই সিরিজটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং যেহেতু একটা সিরিজ আমরা হেরেছি।'
হৃদয় আরও বলেন, 'আলহামদুলিলস্নাহ এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে এবং প্রতিটা পেস্নয়ার টাচে রয়েছে। আমরা সবাই টি২০ থেকে এসেছি।'
হৃদয় অতীত নিয়ে ভাবতে চান না, 'যেটা চলে গেছে সেটা বলে আর লাভ নেই। সেখানে যেসব ভুলগুলো করেছি সেসব ভুল যত কম করব তত ভালো ইমপ্যাক্ট ফেলবে দলে। আমরা যদি আমাদের সেরাটা দিয়ে খেলতে পারি তাহলে ভালো কিছুই হবে।'
অতীত অভিজ্ঞতা কাজে দেবে জানিয়ে হৃদয় বলেন,
'এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে একটি ভালো ইনিংস ছিল। আগে যেটা বললাম- ওটা আমার কাছে অতীত যেটা নিয়ে আমি ভাবতে চাই না। হয়তো বা ওখান থেকে একটু আত্মবিশ্বাস পাব। কিন্তু দিন শেষে ওই নির্দিষ্ট দিনে ভালো করতে হবে।'
টি২০ সিরিজ হারলেও শ্রীলংকার বিপক্ষে সাম্প্রতিক ফলাফল বিবেচনায় ওয়ানডে সিরিজে ফেভারিট বাংলাদেশ। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের চেয়ে শ্রীলংকাই এগিয়ে। কিন্তু ২০১৫ সালের বিশ্বকাপের পর পরিস্থিতি পাল্টে যায়। শ্রীলংকার আধিপত্য চুরমার করে বেশকিছু ম্যাচ জিতেছে টাইগাররা।
এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। এর মধ্যে টাইগাররা ১০টিতে এবং লঙ্কানরা ৪২টি জিতেছে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। সর্বশেষ বাংলাদেশ সফরটি শ্রীলংকার জন্য হতাশার ছিল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল লংকানরা। তার আগে বাংলাদেশের বিপক্ষে সব সিরিজই জিতেছে শ্রীলংকা। এ ছাড়া বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপ জয়ের নজির আছে লংকানদের। বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে ১৪টি ম্যাচে জয় ও ৬টিতে হেরেছে শ্রীলংকা।
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে রয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। বিপিএলের দশম আসরে ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন তিনি। লংকানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জুনিয়র তামিমকে একাদশে দেখা যাবে কিনা, সে বিষয়ে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তানজিদ ইসু্যতে শান্ত বলেন, 'সবারই সুযোগ রয়েছে। যে ১৫ জন দলে আছে সবারই সুযোগ রয়েছে বুধবারের ম্যাচ খেলার। আমরা হয়তো ম্যাচেরই দিনই সিদ্ধান্ত নেব কোন ১১ জন দলের জন্য ভালো হবে।'
সদ্য শেষ হওয়া বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে ঝোড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত শতক হাঁকান তানজিদ। এ ছাড়া দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭০ এবং ৪৯, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিফটির দেখা পান এই প্রতিভাবান ব্যাটার। বিপিএলের এবারের আসরে ১৪ ম্যাচে ১৩ গড়ে তানজিদের ব্যাট থেকে এসেছে ১৭৯ রান। টুর্নামেন্টটিতে তামিমকে যে ছন্দে দেখা গেছে সেটি যদি আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে পারেন তাহলে তা দেশের ক্রিকেটের জন্য হবে মঙ্গলজনক।
ওয়ানডে ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তানজিদ হাসান তামিম। শান্ত বলেন, 'রিয়াদ ভাই দলের সঙ্গে যুক্ত হয়েছেন। শেষ সিরিজটা ইনজুরির কারণে খেলতে পারেননি। এটা আমাদের জন্য ভালো দিক। বুধবারের ম্যাচে সেরা ১১ জনই খেলবে।'
ওয়ানডে সিরিজকে সামনে রেখে মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা। যেখানে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে কুশল মেন্ডিসকে। স্কোয়াডে সুযোগ পাননি শেষ টি২০তে বল হাতে বাংলাদেশকে একাই ধসিয়ে দেওয়া পেসার নুয়ান থুশারা। এ ছাড়া টি২০ সিরিজের দল থেকে বাদ পড়েছেন দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথুস, বিনুরা ফার্নান্দোরা। দলে নেই ইনজুরির কারণে সিরিজের তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে যাওয়া পেসার মাথিশা পাথিরানাও। বিনুরা-পাথিরানাদের জায়গায় ৫০ ওভারের সিরিজে সুযোগ পেয়েছেন দুই পেসার লাহিরু কুমারা ও প্রমোদ মাদুশান। এ ছাড়া দলে ডাকা হয়েছে ২১ বছর বয়সি স্পিন অলরাউন্ডার দুনিথ ভেলস্নালাগেকে।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'আত্মবিশ্বাস পেতে হলে আমাদের ভালো শুরু করতে হবে। আশা করি আমরা নিজেদের সেরা পারফরমেন্স দেখাতে পারব।'
দুই দলের মধ্যকার সর্বশেষ ওয়ানডেটি 'টাইম আউট' ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এবং পরে এটি টি২০ সিরিজেও প্রভাব ফেলে। প্রথম ম্যাচে শ্রীলংকার ওপেনার আবিষ্কার ফার্নান্দোকে আউট করে 'টাইম আউট'-এর অঙ্গভঙ্গি দেখিয়ে সেই স্মৃতি ফিরিয়ে আনেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম।
পুরো সিরিজে দুই দলের খেলোয়াড়দের শারীরিক ভাষা ও সম্পর্ক যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ ছিল না। তৃতীয় টি২০তে আউট হওয়ার পর লঙ্কান খেলোয়াড়দের সঙ্গে কথা কাটাকাটি হয় তাওহিদ হৃদয়ের। পরে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর প্রতিপক্ষকে খোঁচা মেরে 'টাইম আউট' উদযাপন করে শ্রীলংকা। যা বাংলাদেশ শিবিরে ক্ষোভের জন্ম দেয়।
তৃতীয় টি২০'র পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল জানান, 'টাইম-আউট' ঘটনা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি শ্রীলংকা, তবে তাদের বেরিয়ে আসা উচিত। শান্ত বলেন, 'আমি মনে করি, এটি থেকে তাদের বেরিয়ে আসা উচিত। তাদের বর্তমানে থাকা উচিত। আমরা নিয়মের মধ্যে ছিলাম (টাইম-আউট নিয়ে)। কিন্তু এটি নিয়ে তারা মেতে আছে। আমি এটি নিয়ে খুব বেশি চিন্তিত নই।'
তবে পরিস্থিতি যেমন অবস্থায় আছে তাতে এটি স্পষ্ট যে ওয়ানডে সিরিজেও 'টাইম আউট' বিষয়টি বড় আকার ধারণ করবে বলেই ধারণা করা হচ্ছে।
গত বিশ্বকাপে সাকিব আল হাসান 'টাইম আউট' এর মাধ্যমে অ্যাঞ্জেলো ম্যাথুজকে সাজঘরে ফেরত পাঠানোর ম্যাচটি ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ওই ম্যাচে ৮২ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তখনকার টাইগার অধিনায়ক সাকিব।